চট্টগ্রামের লোহাগাড়ায় এক নারী ভিক্ষুকের বাসা থেকে প্রায় সাড়ে চার লাখ টাকা ও তিন ভরি এক আনা সোনা উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত তসলিমা আক্তার (৪৮), সাতকানিয়ার বাসিন্দা। সোমবার (২৫ আগস্ট) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরদিন সকালে আদালতে সোপর্দ করা হয়।
পুলিশ জানায়, তসলিমা প্রকৃত ভিক্ষুক নন—ভিক্ষুক সেজে চুরি করাই তার মূল পেশা। ২১ আগস্ট লোহাগাড়ার আমিরাবাদ এলাকায় এক প্রবাসীর স্ত্রীর ব্যাগ থেকে কৌশলে প্রায় দুই ভরি সোনা চুরি করেন তিনি। সিসিটিভি ফুটেজ ও প্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
তল্লাশিতে তার বাসা থেকে পাঁচটি আংটি, দুটি চেইন, চার জোড়া কানের দুল ও দুটি নাকফুলসহ মোট তিন ভরি এক আনা স্বর্ণালংকার এবং নগদ সাড়ে চার লাখ টাকা জব্দ করা হয়েছে। চুরি হওয়া আংটি ও একজোড়া কানের দুল ভুক্তভোগী শনাক্ত করেছেন।
লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) রবিউল আলম খাঁন জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় তসলিমাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে।