চুয়াডাঙ্গায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর মারা যান চায়না খাতুন নামের এক নারী। আর মায়ের মৃত্যুর খবর শুনে হাসপাতালে গিয়ে হৃদ্রোগে আক্রান্ত হয়ে কিছুক্ষণ পরই মারা যান তার ছেলে সাইফুল ইসলাম (৪০)।
শনিবার (২৩ আগস্ট) বিকেলে চুয়াডাঙ্গা শহরের বাগানপাড়ায় এই ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির সামনে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মাথায় আঘাত পান চায়না খাতুন। দ্রুত তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মায়ের মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন ছেলে সাইফুল। শোক সইতে না পেরে তিনি সেখানে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন। চিকিৎসকেরা দ্রুত চেষ্টা করেও তাকে বাঁচাতে পারেননি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসক ডা. রবিন জানান, মা-ছেলে প্রায় একই সময়ে মারা যান। একসাথে দুই প্রিয়জনের মৃত্যুতে পরিবারসহ হাসপাতালে উপস্থিত সবাই গভীর শোকাহত হন।