যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থী, সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অংশগ্রহণকারী এবং সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করার প্রস্তাব দিয়েছে ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় বুধবার প্রকাশিত একটি প্রস্তাবিত নীতিমালায় এই তথ্য জানানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী:
-
শিক্ষার্থী ও বিনিময় কর্মীদের (F ও J ভিসা) ভিসার মেয়াদ সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত সীমিত করা হবে।
-
বিদেশি সাংবাদিকদের (I ভিসা) ভিসার মেয়াদ কমিয়ে ২৪০ দিন করা হবে।
-
চীনা নাগরিকদের জন্য মেয়াদ হবে মাত্র ৯০ দিন।
বর্তমানে এই ভিসাগুলোর মেয়াদ সংশ্লিষ্ট কর্মসূচির মেয়াদের উপর ভিত্তি করে স্বয়ংক্রিয়ভাবে প্রযোজ্য হয়, এবং সাধারণত মেয়াদ বাড়াতে আলাদা কোনো আবেদন প্রয়োজন হয় না। কিন্তু নতুন প্রস্তাব অনুযায়ী, মেয়াদ বাড়াতে আবেদন করতে হবে।
ট্রাম্প প্রশাসনের দাবি, এই পরিবর্তনের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবস্থানরত বিদেশিদের কার্যকরভাবে তদারকি ও নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
যুক্তরাষ্ট্রে বৈধ অভিবাসন কঠোর করতে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই নানা পদক্ষেপ নিয়েছেন। এই প্রস্তাবও সেই ধারাবাহিকতার অংশ।
-
২০২৪ সালে যুক্তরাষ্ট্রে প্রায় ১৬ লাখ আন্তর্জাতিক শিক্ষার্থী, ৩ লাখ ৫৫ হাজার সাংস্কৃতিক বিনিময় কর্মী ও ১৩ হাজার সাংবাদিক এই ধরনের ভিসায় অবস্থান করছিলেন।
-
২০২০ সালেও এ ধরনের একটি প্রস্তাব দেওয়া হয়েছিল, যা বাইডেন প্রশাসন ২০২১ সালে বাতিল করে।
এই প্রস্তাবের ওপর জনমত নেওয়া হবে ৩০ দিনের জন্য। এর আগেও আন্তর্জাতিক শিক্ষাবিষয়ক সংগঠন NAFSA এমন নীতির বিরোধিতা করেছিল।
এছাড়া, ইউএসসিআইএস সম্প্রতি জানিয়েছে, তারা আবারও নাগরিকত্ব আবেদনকারীদের আবাসিক এলাকা পরিদর্শনের কাজ শুরু করবে, যার মাধ্যমে আবেদনকারীর বসবাস, নৈতিক চরিত্র এবং মার্কিন মূল্যবোধের প্রতি অঙ্গীকার যাচাই করা হবে।
বিশ্লেষকদের মতে, এই নতুন নিয়ম কার্যকর হলে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা ও সাংবাদিকতা পেশায় আসতে ইচ্ছুক বিদেশিদের জন্য এটি একটি বড় প্রতিবন্ধকতা তৈরি করবে।