ভারতের দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার থালাপতি বিজয় এবার সরাসরি রাজনীতির ময়দানে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আসন্ন ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচন সামনে রেখে তিনি তার দল তামিলাগা ভেত্রি কাজগাম (টিভিকে)-এর পক্ষ থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
গত ২১ আগস্ট মাদুরাইয়ের পারাপাথিতে অনুষ্ঠিত দলীয় দ্বিতীয় রাজ্য সম্মেলনে বিজয় বলেন,
“বিজেপি আমাদের আদর্শগত শত্রু, আর ডিএমকে আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী।”
সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এক আবেগঘন বক্তৃতায় তিনি বিজেপিকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেন এবং বলেন,
“সিংহ শিকারের জন্য বেরোয়, বিনোদনের জন্য নয়। বনে যত শেয়াল থাকুক, রাজা কিন্তু একটাই – সিংহ।”
বিজয়ের এই ঘোষণা রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, তিনি তামিলনাড়ুতে ডিএমকে ও এআইএডিএমকের বাইরের তৃতীয় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন।
তামিল রাজনীতিতে চলচ্চিত্র তারকাদের সরব উপস্থিতি দীর্ঘদিনের। এনটি রামা রাও, এমজি রামচন্দ্রন, জয়ললিতা, কামাল হাসানের পথ ধরে এবার থালাপতি বিজয়ও রাজনৈতিক ময়দানে নিজের শক্ত অবস্থান গড়ে তোলার ঘোষণা দিলেন।
সূত্র: ইন্ডিয়া টুডে