যান্ত্রিক ত্রুটির কারণে ইতালির রোমে আটকে পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ। রোববার (১০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রোম থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটি ছেড়ে আসার কথা থাকলেও, ডানার ফ্ল্যাপে সমস্যা দেখা দেওয়ায় ফ্লাইটটি শেষ মুহূর্তে বাতিল করতে হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্রে জানা গেছে, উড্ডয়নের সব প্রস্তুতি সম্পন্ন করার পর পাইলটরা ফ্ল্যাপের যান্ত্রিক ত্রুটি শনাক্ত করেন। তাৎক্ষণিকভাবে ত্রুটিটি সমাধান সম্ভব না হওয়ায় উড়োজাহাজটি রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি আন্তর্জাতিক বিমানবন্দরে ‘গ্রাউন্ডেড’ রাখা হয়েছে।
বিমানের মুখপাত্র ও জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক এবিএম রওশন কবীর বলেন, “কিছু যান্ত্রিক ত্রুটির কারণে রোম থেকে ঢাকাগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। যাত্রীদের জন্য হোটেল ব্যবস্থা করা হয়েছে।”
বিমান কর্মকর্তারা জানান, ফ্ল্যাপ মেরামতের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ লন্ডন থেকে আনা হচ্ছে, যা বাংলাদেশ সময় আজ সন্ধ্যার মধ্যে রোমে পৌঁছাবে। এরপর মেরামত শেষে একই উড়োজাহাজে ২৬২ যাত্রীকে ঢাকায় ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
উল্লেখযোগ্য বিষয় হলো, গত ২৮ দিনের মধ্যে এটি অষ্টমবারের মতো যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং উড়োজাহাজ কোনো না কোনো সমস্যায় পড়ল, যা এয়ারলাইনটির রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনার ওপর প্রশ্ন তুলছে।