Uk Bangla Live News

যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রালের কাউন্সিলর হলেন সিলেটের মুবিন

কাউন্সিলর হলেন সিলেটের মুবিন
ডেস্ক সংবাদ

যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রাল ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হলেন সিলেটের আব্দুল মুবিন। কনজারভেটিভ পার্টি থেকে নির্বাচন করে তিনি বিজয়ী হয়েছেন।
শুক্রবার (১৫ নভেম্বর) নির্বাচনের ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, কনজারভেটিভ পার্টির আব্দুল মুবিন ৪৩৭ টি ভোট পেয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। তার সাথে আরো ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করলেও বিপুল ভোটের ব্যবধানে তিনি জয় লাভ করেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইভন রবিনিউ লেভার পার্টি থেকে নির্বাচন করেন ২৯৯ টি ভোট পান। লিবারেল ডেমোক্রেট পার্টি থেকে নির্বাচন করে স্কট উইলস ভোট পেয়েছেন ১৮০টি এবং গ্রিন পার্টির এড রোলিসন ভোট পেয়েছেন ৫৬ টি।
উইটনি টাউন কাউন্সিলের সিটির উইটনি সেন্ট্রাল ওয়ার্ড। এই ওয়ার্ডের সাবেক কাউন্সিল লিসা চেরি শারীরিক অক্ষমতায় অব্যাহতি গ্রহণের ফলে কাউন্সিলর পদটি শূন্য হলে বৃহস্পতিবার এই উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই লক্ষ্য করা যায়।
মুবিনের জন্মস্থান সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার নন্দিগাও ইউনিয়নের বহর গ্রামে। দীর্ঘ বিশ বছর থেকে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি বহর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষা জীবন শুরু করেন। তিনি নানান সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্বও পালন করেছেন।
উইটনি টাউন কাউন্সিলের কনজারভেটিভ দলের নেতা কাউন্সিলার ডেভিড এডওয়ার্ডস-হিউজ বলেন: ‘আমি মনে করি এটা দারুণ যে উইটনি সেন্ট্রালের বাসিন্দারা তাদের প্রতিনিধিত্ব করার জন্য আব্দুলের মতো একজন উজ্জ্বল ব্যক্তিকে নির্বাচিত করেছে।’

Print
Email

সম্পর্কিত খবর

যুক্তরাজ্যের উইটনি সেন্ট্রালের কাউন্সিলর হলেন সিলেটের মুবিন
লন্ডনে রাইটস অব দ্যা পিপলের বিক্ষোভ সমাবেশ
অক্টোবরে রেমিট্যান্স এলো সাড়ে ১৮ হাজার কোটি টাকা
তুমুল প্রতিদ্বন্ধিতার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লন্ডন বাংলা প্রেসক্লাব মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট
দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হচ্ছে লন্ডনের জনপ্রিয় "LBPC MEDIA CUP"
প্রবাসীদের জন্য বাড়ল ঋণ সুবিধা
যুক্তরাজ্যে UBM Marketplace এর মাধ্যমে সর্বপ্রথম অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউবিএম বিজনেস এন্ড এন্ট্রোপ্রোনার এক্সপো ২০২৪
লন্ডনে এশিয়ান বিয়ের খরচ বাড়বে প্রায় দিগুণ পরিমাণ, কেন? | London | Asian Wedding | Expenses Increase
রাজা চার্লসের ক্যান্সার শনাক্ত, জানিয়েছে বাকিংহাম প্যালেস
প্রিন্স হ্যারি যুক্তরাজ্যে আসায় ক্যান্সার শনাক্তের পর প্রথমবার জনসম্মুখে রাজা চার্লস