রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার মাহফিল ও স্বাধীনতা দিবসের তাৎপর্য নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয় ।
গত ২৩শে মার্চ, রবিবার, ব্রিকলেনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ময়নুল ইসলাম এবং পরিচালনা করেন সংঘটনের সাধারণ সম্পাদক আব্দুল মুকিত ফারুক ।
মৌলানা আব্দুল কুদ্দুসের কন্টে পবিএ কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সুচিত এ সভায় বক্তারা বাংলাদেশের স্বাধীনতা দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার আহ্বান জানান এবং নতুন প্রজন্মের মাঝে দেশের ইতিহাস তুলে ধরার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।দেশের স্বার্থে সকল হিংসা বিবেদ ভূলে সকল রাজনিতীবিদদের এক সাথে কাজ করা উচিত বলে মন্তব্য করেন বক্তারা । পাশাপাশি, রাজনগর ওয়েলফেয়ার সোসাইটির ভবিষ্যৎ কার্যক্রম, সমাজসেবামূলক উদ্যোগ এবং কমিউনিটির উন্নয়নে সংগঠনের ভূমিকা নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সম্প্রতি রাজনগরের কৃতিসন্তান অবসর প্রাপ্ত মরহুম মেজর জেনারেল আব্দুর রবের মৃত্যুতে সংঘঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয় এবং মরহুমের বর্নাট্য কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে অন্যানোর মধ্যো বক্তব্য রাখেন খায়রুল ইসলাম খায়রুল, শাহ চেরাগ আলী , হাফিজ আহমেদ, সেলিম আহমেদ, আহাদুজ্জামান খান ,ফজলুল হক সেলিম , তারাউল ইসলাম , সাংবাদিক জামাল খান , মাকিনুর রশিদ, আব্দুল হান্নান তরফদার মসুদ।
ইফতারের পূর্ব দোয়ায় দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়। দোয়া পরিচালনা করেন মৌলানা হাবিবুর রহমান ।
সংগঠনের নেতারা ভবিষ্যতে আরও উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের আশাবাদ ব্যক্ত করেন। সভাপতির সমাপনী বক্তব্যর মাধ্যমে সভা সমাপ্ত হয় ।