রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে শক্তিশালী এক ভূমিকম্প অনুভূত হয়েছে। জার্মানির ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্র (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৭.১ এবং এর কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (প্রায় ৬.২ মাইল) গভীরে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল ৭.৪ এবং এর গভীরতা ছিল ৩৯.৫ কিলোমিটার (প্রায় ২৪.৫ মাইল)।
তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা সুনামি সতর্কতা জারির খবর পাওয়া যায়নি।