ব্রিটিশ এয়ারওয়েজের এক নারী কেবিন ক্রুকে (বিমানবালা) লন্ডনগামী ফ্লাইটের টয়লেটে নগ্ন ও মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেছে। ঘটনাটি ঘটে ক্যালিফোর্নিয়া থেকে হিথ্রো অভিমুখী একটি ফ্লাইটে, মাঝ আকাশে। অভিযুক্ত ৪১ বছর বয়সী হ্যাডেন পেন্টেকস্ট নামের ওই বিমানবালাকে তাৎক্ষণিক বরখাস্ত করা হয় এবং পরে তাকে আদালতে সোপর্দ করা হয়।
নিউইয়র্ক পোস্ট-এর প্রতিবেদনে জানানো হয়, ওই সময় পেন্টেকস্ট উত্তেজিত হয়ে বকাবকি করছিলেন ও ঘামছিলেন। তার শরীরে মেথামফেটামিন ও অ্যামফেটামিন সেবনের প্রমাণ মিলেছে।
বিমান ছাড়ার আগে রুটিন সিকিউরিটি চেকের সময় তার ম্যানেজার তাকে ডাকলেও তিনি সাড়া দেননি। পরে সহকর্মীরা তাকে বিমানের টয়লেটে নগ্ন অবস্থায় খুঁজে পান। তিনি পেট ব্যথার অজুহাত দেখিয়ে পোশাক পরিবর্তনের কথা বলেই গা ঢাকা দেন।
ঘটনার পর বিমানে থাকা কর্মীরা প্রতি ২০ মিনিট অন্তর তার স্বাস্থ্য পরীক্ষা করছিলেন। তার চোখের পাতা ছিল অস্বাভাবিকভাবে প্রসারিত এবং হৃদস্পন্দন ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। হিথ্রোতে অবতরণের পর প্যারামেডিকরা তাকে হাসপাতালে নিয়ে যান।
পেন্টেকস্টকে মাদকাসক্ত অবস্থায় দায়িত্ব পালনের দায়ে দোষী সাব্যস্ত করেছে উক্সব্রিজ ম্যাজিস্ট্রেট আদালত। আপাতত তাকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে, তবে পরবর্তী শুনানির জন্য আইলওয়ার্থ ক্রাউন কোর্টে হাজির হতে হবে। সেখানে তার বিরুদ্ধে চূড়ান্ত রায় দেওয়া হবে।
বিষয়টি নিয়ে মন্তব্য জানতে ব্রিটিশ এয়ারওয়েজের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি, তবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।