Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

‘শাপলা চত্বর’ ভাইরাল স্ক্রিনশটের ব্যাখ্যা দিলেন ফারুকী

‘শাপলা চত্বর’ ভাইরাল স্ক্রিনশটের ব্যাখ্যা দিলেন ফারুকী
ডেস্ক সংবাদ

মোস্তফা সরয়ার ফারুকী সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা হওয়ার পর বিভিন্ন সময়ে নানা ইস্যুতে তার অবস্থান নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। এ নিয়ে সামাজিকমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন তিনি। ‘শাপলা চত্বর’ বিষয়ক একটি ফটোকার্ড ও স্ক্রিনশট নেটিজেনদের মধ্যে ছড়িয়ে পড়েছে। যেখানে দাবি করা হচ্ছে, ফারুকী ২০১৩ সালে বলেছেন, ‘শাপলা চত্বর জঞ্জালমুক্ত হয়েছে’।
আদৌ কি এমন স্ট্যাটাস দিয়েছেন এই ফিল্মমেকার? বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতে তাকে নিয়ে ফেসবুকে ঘুরতে থাকা এসব কার্ড ও ‌স্ক্রিনশট নিয়ে জবাব দেন। তিনি নেটিজনদের প্রতি অনুরোধ করেছেন, কিছু বিশ্বাস করার আগে সবাই যেন সেটি যাচাই করে নেন।
বৃহস্পতিবার রাত ১১টা ৫ মিনিটে দেওয়া স্ট্যাটাসের শুরুতেই ফারুকী লিখেছেন, মানুষ ও ফিল্মমেকার হিসেবে তিনি মধ্যপন্থার। তার ভাষ্যে, জাতীয় নিরাপত্তার স্বার্থে একে অপরের পাশাপাশি থাকা এবং কোনো ধর্মীয় বিষয়ে অপ্রয়োজনীয় কটাক্ষ ও হাঙ্গামায় না জড়ানোর জন্য একটা লেখা লিখে বহুবিধ ট্যাগও খেয়েছি। আমাদের আজিজ মার্কেটে দীপন খুনের পর লিখেছিলাম।
ফেসবুকে ছড়িয়ে পড়া স্ক্রিনশটকে ‘ফেইক’ উল্লেখ করে ফারুকী লিখেছেন, এগুলো মিথ্যা। শাপলা চত্বরের ঘটনার পরে আমি বরং লিখেছি, মাদ্রাসার সাধারণ ছাত্রদের মৃত্যুতে আমি ঘুমাতে পারছি না! ইংরেজিতে লেখা পোস্টটা আগ্রহীরা দেখে আসতে পারেন।
আপন দুই ভাই মাদ্রাসায় পড়েছে উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা প্রশ্ন ছোড়েন– আমি সাধারণ মাদরাসাছাত্রদের মৃত্যুতে উল্লাস করব? মাদ্রাসার ছাত্র কেন, কোনো মানুষের মৃত্যুতে আমি উল্লাস করব? আমি তো এমনকি অপরাধীর মৃত্যুতেও শোক করি। মিথ্যা কথা ছড়ানোরও তো একটা মাত্রা থাকে।
ফারুকী তার স্ট্যাটাসে জানান, তারই প্রযোজনায় তার ছোট ভাই কিবরিয়া পরিচালনা করেছিলেন ‘আব্দুল্লাহ’ নামের চলচ্চিত্র, যেখানে দেখানো হয়েছে– কেবল মাদ্রাসায় পড়ার কারণে একটা ছেলেকে সমাজে কী রকম তাচ্ছিল্যের শিকার হতে হয়।
সবশেষে ফারুকী লিখেছেন, আমরা আমাদের কাজটা এনজয় করছি। আশা করি, আগামী সপ্তাহের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ কাজের শুরুটা করতে পারব, যার ভেতর দিয়ে প্রাথমিকভাবে আট বিভাগীয় শহরে একটা নবতরঙ্গ শুরু করতে পারব। পারব জুলাই ন্যারেটিভ নির্মাণ করতে, ১৫ বছরের দুঃশাসনের এক্সরে রিপোর্ট তৈরি করতে।
এর আগে, গত সোমবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোস্তফা সরয়ার ফারুকী নানা বিষয়ে কথা বলেন। সেদিন ফারুকী বলেন, উপদেষ্টার দায়িত্বটা তখনই নিতে রাজি হয়েছেন, যখন মনে করেছেন যে তিনি কাজটা হয়তো করতে পারবেন।
তিনি আরও বলেন, আমি ফ্যাসিস্টবিরোধী কিনা, তার পুরস্কার হিসেবে আমার কাজ প্রয়োজন নেই। আমি ফ্যাসিস্টদের বিরোধিতা করেছি আমার বিবেকের কারণে। নিশ্চয়ই এই পদের জন্য নয়।
প্রসঙ্গত, গত রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টা (সংস্কৃতি) হিসেবে শপথ নেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

Print
Email

সম্পর্কিত খবর

বিচারকের দায়িত্বে ইলিয়াস কাঞ্চন-বাঁধন
বিজয় দিবসে বিয়ে করলেন নায়িকা শশী
চলে গেলেন বিশ্বখ্যাত তবলাবাদক জাকির হোসেন
কবি হেলাল হাফিজের মৃত্যু নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য
অভিনেত্রী শমী কায়সারের জামিন স্থগিত
একুশে পদকজয়ী শিল্পী পাপিয়া সারোয়ার মারা গেছেন
ইমরান-পড়শীর ‘কথা একটাই’
সঞ্জয়ের লুকে চমকে উঠলেন ভক্তরা
একাধিক শুটিংয়ে ব্যস্ত সালমা
শুটিং ফ্লোরে ঢুকে সালমানকে প্রাণনাশের হুমকি!