Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিক্ষা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব: শামসুল ইসলাম

শিক্ষা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব: শামসুল ইসলাম
ডেস্ক সংবাদ

শিক্ষা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব: শামসুল ইসলাম

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে মর্নিং বার্ড প্রি ক্যাডেট স্কুল এন্ড মাদরাসার প্লে নার্সারির ক্লাসরুমে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ, পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ২০২৪ এর অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন নার্সারির ছাত্র রামিম আহমদ। আমির বিন গোলাম রাব্বানির দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন এবং উপস্থাপনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় গতকাল দুপুর ১২ ঘটিকার সময়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী, প্রথম আলো’র সাংবাদিক শামসুল ইসলাম খেজুর, মর্নিং বার্ড প্রি- ক্যাডেট স্কুল এন্ড মাদরাসার সাফল্য তুলে ধরে বলেন, ভাটির সকল প্রতিষ্ঠানকে পিছনে ফেলে তোমাদের প্রতিটি বৃত্তি পরীক্ষার রেজাল্ট ও সাফল্য সত্যিই প্রশংসার দাবি রাখে। বিদায়ী শিক্ষার্থীদের লক্ষ্য করে তিনি বলেন, তোমরা সব সময় শিক্ষকদের সম্মান করেবে। কারণ মা বাবা তোমাদের জন্ম দিয়েছেন পোষাক খাবার এবং কষ্ট করে লালন পালন করছেন কিন্তু মানুষের মত মানুষ হতে শিক্ষকরাই পথপ্রদর্শক হিশেবে ভুমিকা পালন করছেন। তাই সবসময় তাঁদেরকে মান্য করে চলবে। শিক্ষা এমন একটি শক্তি, যা দিয়ে পৃথিবী জয় করা সম্ভব। আশা করি, তোমাদের সাফল্য এবং মেধা পৃথিবীকে আলোকিত করবে। তোমাদের মাঝেই তৈরি হবে আগামি দিনের আব্দুস সালাম আজাদ, সুরঞ্জিত সেনগুপ্ত, নাসির উদ্দীন চৌধুরী ও বাউল আব্দুল করীমের মত বিখ্যাত মানুষ। এ সময় তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রতিষ্ঠানের সাফল্যের জন্য শিক্ষক ও শিক্ষার্থী এবং উপস্থিত সবাইকে অভিনন্দন জানান। মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে তাৎপর্য সম্পর্কে তিনি বলেন, দেশের প্রতিটি স্বাধীনতা সংগ্রামে এদেশের ছাত্রজনতার ভুমিকা অপরিসীম। ১৯৫২ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত ছাত্রজনতার রক্তের বিনিময়ে পেয়েছি একটি স্বাধীন দেশ ও পতাকা। এমন ইতিহাস পৃথিবীর আর কোন দেশে নজিরবিহীন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ডি এস এস একাডেমির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষানুরাগী জনাব শাহজাহান সিরাজ বলেন, দিনের শুরু দেখলেই বুঝা যায় দিনটা কেমন যাবে। মর্নিং বার্ড প্রি-ক্যাডেট স্কুল এন্ড মাদরাসার শুরুটাই বলে দিচ্ছে আগামি দিন শুধু সফলতা এবং সম্ভাবনার। যা ইতোমধ্যে প্রতিষ্ঠানটি অর্জন করে দেখিয়েছে। প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মহোদয়ের প্রশংসা করে বলেন, ধ্বংসের স্তূপ থেকে তুলে আনার কারিগর জনাব রুহুল আমিনরাই মর্নিং বার্ডের মত সাফল্যগাঁথা প্রতিষ্ঠান নির্মাণ করেন। তবে আজকের অর্জনের পিছনে শিক্ষক, অভিভাবক ও ছাত্রদের সম্মিলিত কষ্টের ফসল আমরা ভোগ করছি। সুতরাং আমরা যেন আমাদের অর্জন ধরে রাখতে পারি, আমাদের অর্জন যেন বিনষ্ট না হয় সে দিকে আগামিতেও সজাগ দৃষ্টি ও মনোযোগ রাখতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সভাপতি ও বিশিষ্ট কবি মহসিন কবির ইমন। ২০২৪ সালের সাফল্য তুলে ধরে তিনি শিক্ষার্থীদের অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক ও ওয়াল্ড মিডিয়া প্রতিনিধি জনাব মো. ওয়াসিম কবির। এছাড়াও প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অভিভাবক হিশেবে উপস্থিত ছিলেন জনাব বাবুল সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল আলম ও সুভাষ তালুকদার প্রমুখ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান ও বিশেষ অতিথির মাধ্যমে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায়ী ক্রেস্ট ও উপহার তুলে দেওয়া হয়। প্লে নার্সারি থেকে চতুর্থ শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারীদের হাতেও ক্রেস্ট প্রদান করা হয়।

Print
Email

সর্বশেষ সংবাদ

395313
এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!
এক বন কর্মকর্তারই ১৬ স্ত্রী!
image_222462_1757716716
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
লন্ডনে তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা
image_222485_1757734663
সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে
সালমানের পর গুলি চলল দিশা পাটানির বাড়িতে
image_222486_1757735052
ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
ফেসবুকে ‘টু-লেট’ বিজ্ঞাপন দিয়ে প্রতারণা
405915
গুরুতর অভিযোগ ইংল্যান্ড ক্রিকেটের এক চেনামুখের দিকে
গুরুতর অভিযোগ ইংল্যান্ড ক্রিকেটের এক চেনামুখের দিকে
3279e3a0-9a55-11ed-aa33-31aea7c86895.jpg
ডিবির জালে আটক অনলাইন ভিসা প্রতারক নারী
ডিবির জালে আটক অনলাইন ভিসা প্রতারক নারী

সম্পর্কিত খবর