ইংল্যান্ডের জনপ্রিয় ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেড-এর নতুন আসরে উদ্বোধনী ম্যাচে লন্ডন স্পিরিট ওভাল ইনভিন্সিবলের কাছে ৬ উইকেটে পরাজিত হয়েছে। স্বাগতিকরা ৯৪ বলে ৮০ রানে অলআউট হয়, এরপর ওভাল ৬৯ বলেই জয় তুলে নেয়।
খেলায় সবচেয়ে আলোচিত ঘটনা ছিল শিয়ালের আকস্মিক মাঠে প্রবেশ। ম্যাচ চলাকালীন শিয়ালটি মাঠে ঢুকে বাউন্ডারি লাইনের পাশ দিয়ে দৌড়াতে থাকে, যা গ্যালারিতে হাস্যরস সৃষ্টি করে এবং ধারাভাষ্যকাররাও হেসে ফেলেন। এক মিনিটের মধ্যে শিয়াল চলে গেলে খেলা পুনরায় শুরু হয়।
ওভালের জয় নিশ্চিত করেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান, যিনি ১১ রানে ৩ উইকেট নেন। সমান ৩ উইকেট নেন স্যাম কারান। লন্ডনের ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন ও অ্যাস্টন টার্নারদের মতো নামি ব্যাটাররা তাদের বিধ্বংসী বোলিংয়ের মোকাবিলা করতে পারেননি। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিয়ালের ভিডিও দ্রুত ভাইরাল হয়েছে।