Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার

ডেস্ক সংবাদ

রাষ্ট্র মেরামতের লক্ষ্যে ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে আয়োজিত দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে এ আহ্বান জানান তিনি।
বিএনপি চেয়ারপার্সন বলেন, ‘দীর্ঘ পনের বছর গণতন্ত্র ও আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন এবং প্রায় সোয়ালক্ষ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে এখনো আদালতের বারান্দায় ন্যায় বিচারের জন্য ঘুরে বেড়াচ্ছেন, আপনাদের এই ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণে রাখবে।’
দেশ আজ এক সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে বেগম খালেদা জিয়া বলেন, ‘আপনাদের এবং ছাত্রদের সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসকরা বিদায় নিয়েছে। একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। তাদের কাছে জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা।’
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উক্তি ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ স্মরণ ও উল্লেখ করে বেগম খালেদা জিয়া বলেন, আমাদের একটা কথা মনে রাখতে হবে, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। সেই আদর্শে আরো উজ্জীবিত হয়ে আগামী নির্বাচনে সাফল্যের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের এতদিনকার সংগ্রাম, আত্মত্যাগ বিফলে যায়।
তিনি বলেন, ‘বাংলাদেশের সর্বস্তরের মানুষ, বিশেষ করে তরুণ সমাজ আজ এক ইতিবাচক গণতান্ত্রিক পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। ক্ষুদ্র ক্ষুদ্র সংকীর্ণতা ভুলে দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে আমাদের কাজ করতে হবে’।
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সর্বশক্তি নিয়োগ করতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বলেছেন, ‘এখনো ফ্যাসিস্টদের দোসর ও বাংলাদেশের শত্রুরা গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জন নস্যাৎ করতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। আসুন, সকল ষড়যন্ত্র রুখে দিতে এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি। ঐক্যকে আরো বেগবান করি। শহীদ জিয়ার স্বপ্নের আধুনিক, সমৃদ্ধ ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি।’
খালেদা জিয়া দলের সকল নেতা কর্মীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, আমার অবর্তমানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সিনিয়র নেতৃবৃন্দ এবং আপনাদের সকলকে সঙ্গে নিয়ে নিরন্তর কাজ করে দলকে সুসংহত করেছেন। আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।’
বিএনপি চেয়ারপার্সন আরো বলেন, ‘আমি যুক্তরাজ্য থেকে অসুস্থ অবস্থায় আপনাদের আহ্বান জানাতে চাই, আসুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের সর্বশক্তি নিয়োগ করি এবং এত ত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই অর্জনকে সুসংহত এবং ঐক্যকে আরো বেগবান করি। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি।’

 

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

image-181649-1740648248
সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার
সংস্কার দ্রুত শেষ করে নির্বাচনের আহ্বান খালেদা জিয়ার
fdba711508cb161230bfb9fe8a6b584c36ebae8852aa8110
দেনমোহর পরিশোধের শরয়ি পদ্ধতি
দেনমোহর পরিশোধের শরয়ি পদ্ধতি
e1d1f6bc28b6c89781330312ada07d44aabb9a7cc4040ea3
হাই প্রেসারের ৮ কারণ
হাই প্রেসারের ৮ কারণ
68a427352edf7405d755718cf3fdc0f5f01238eda4678f16
সীমান্তে বিজিবির অভিযান, কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সীমান্তে বিজিবির অভিযান, কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
11-20250211135550
সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৭৪৩
সারা দেশে ‘অপারেশন ডেভিল হান্টে’ গ্রেপ্তার ৭৪৩
7172d9d9ff855fa50f2f9272375869872507b8c6f455c283
মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের সমাধান: ফিলিপ্পো গ্রান্ডি
মিয়ানমারের সঙ্গে বসেই রোহিঙ্গা সংকটের সমাধান: ফিলিপ্পো গ্রান্ডি

সম্পর্কিত খবর