Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

সিলেট বিভাগের সড়কে এক মাসে প্রাণ হারিয়েছেন ৩৪ জন

ডেস্ক সংবাদ

সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় প্রাণহানি উদ্বেগজনক হারে বাড়ছে। চলতি বছরের মে মাসে বিভাগজুড়ে ৩৩টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৩৪ জন, আহত হয়েছেন আরও ৮২ জন।

মঙ্গলবার (৩ জুন) “নিরাপদ সড়ক চাই” (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এক প্রতিবেদন প্রকাশ করে এসব তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ১১ জন পথচারী, ১০ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪ জন সিএনজি ও লেগুনার চালক ও যাত্রী, ২ জন গাড়ি উল্টে এবং ৫ জন বৈদ্যুতিক খুঁটি বা গাছের সঙ্গে ধাক্কায় মারা যান। দুর্ঘটনায় মোট ৯ জন চালকের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ২৭ জন পুরুষ, ৩ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে সিলেট জেলায়। সেখানে মে মাসে ১৮টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৮ জন এবং আহত হয়েছেন ২৭ জন। হবিগঞ্জ জেলায় ৬টি দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন। মৌলভীবাজারে ৫টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ১১ জন আহত হন এবং সুনামগঞ্জে ৪টি দুর্ঘটনায় ৪ জন নিহত ও ২ জন আহত হন।

নিসচার কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, স্থানীয় পাঁচটি দৈনিক, জাতীয় দুটি দৈনিক, বিভিন্ন অনলাইন পত্রিকা ও নিসচার সিলেট শাখার তথ্যানুসারে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত এবং ৪২ জন আহত হয়েছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

man-hospitalised-after-following-dangerous-diet-advice-chatgpt
চ্যাটজিপিটির পরামর্শে বিপদে বৃদ্ধ, হাসপাতালে ভর্তি
চ্যাটজিপিটির পরামর্শে বিপদে বৃদ্ধ, হাসপাতালে ভর্তি
images (2)
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দ সম্পদ বিক্রি শুরু
যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের জব্দ সম্পদ বিক্রি শুরু
Screenshot_4
বাকিতে সিগারেট না পেয়ে দোকানির কান কামড়ে ছিঁড়ে দিলেন যুবক
বাকিতে সিগারেট না পেয়ে দোকানির কান কামড়ে ছিঁড়ে দিলেন যুবক
393570
একটিমাত্র ভুলেই প্রিয় চা হয়ে যেতে পারে বিষ!
একটিমাত্র ভুলেই প্রিয় চা হয়ে যেতে পারে বিষ!
images
সারজিসের বিরুদ্ধে বিএনপির মামলা
সারজিসের বিরুদ্ধে বিএনপির মামলা
accident1
বিপদজ্জনক সিলেটের সড়ক: জুলাইয়ে  প্রাণ গেল ৩০ জনের, আহত ১৩১
বিপদজ্জনক সিলেটের সড়ক: জুলাইয়ে  প্রাণ গেল ৩০ জনের, আহত ১৩১

সম্পর্কিত খবর