সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুরু হলো ‘দ্বিতীয় বিভাগ ফুটবল লীগ ২০২৪-২০২৫’।
সোমবার (২৬ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে লীগের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এবং জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
এ বছর লিগে অংশ নিচ্ছে মোট ১০টি ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার ও ক্রীড়া সংস্থার সদস্য-সচিব মো. নূর হোসেন, সদস্য সাহাজ উদ্দিন টিপু, নাজিম উদ্দিন সাহান এবং ওয়াহিদ উমায়েরসহ অন্যান্য কর্মকর্তারা।