সিলেটের গোলাপগঞ্জ উপজেলার একটি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি দেশীয় রিভলভার ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৯।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২০ আগস্ট) রাতে গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কায়স্থ্যগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালানো হয়। অভিযানে বিদ্যালয়ের টয়লেটের দক্ষিণ পাশে ঘাসের মধ্যে কাপড়ে মোড়ানো অবস্থায় একটি দেশীয় রিভলভার, তিন রাউন্ড পিতলের গুলি এবং একটি স্টিলের গুলি পাওয়া যায়।
র্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও গুলি আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। কে বা কারা এসব অস্ত্র সেখানে রেখেছিল এবং তা কী উদ্দেশ্যে ব্যবহার হতো—তা অনুসন্ধান করে দেখা হচ্ছে।