সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে হেফাজতে রায়হান আহমদ হত্যার মামলার প্রধান অভিযুক্ত এসআই আকবর হোসেন ভূইয়া জামিন পেয়েছেন। রোববার (১০ আগস্ট) হাইকোর্ট থেকে জামিন পেয়ে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পান তিনি।
জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কেন্দ্রীয় কারাগার-২ এর ডেপুটি জেলার মনিরুল হাসান। তিনি জানান, “উচ্চ আদালতের নির্দেশনায় নিম্ন আদালতের মাধ্যমে জামিনের কাগজপত্র রোববার আমাদের হাতে আসে। আনুষ্ঠানিকতা শেষে বিকেলেই তাকে মুক্তি দেওয়া হয়।”
উল্লেখ্য, ২০২০ সালের ১০ অক্টোবর রাত ৩টার দিকে রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে তুলে নিয়ে যাওয়া হয়। সেখানে নির্মম নির্যাতনের পর ১১ অক্টোবর সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রায়হানের পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা দায়ের করা হয়। এরপর সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি তদন্ত কমিটি নির্যাতনের প্রমাণ পায়।
এ ঘটনায় এসআই আকবরসহ চার পুলিশ সদস্যকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়। এরপর আকবর ভারত পালানোর চেষ্টা করলে ৯ নভেম্বর সিলেটের কানাইঘাট সীমান্ত থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
২০২১ সালের ৫ মে মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে এসআই আকবর হোসেন ভূইয়াকে প্রধান আসামি করা হয়।
অন্য অভিযুক্তরা হলেন:
-
সহকারী উপ-পরিদর্শক আশেক এলাহী
-
কনস্টেবল হারুন অর রশিদ
-
কনস্টেবল টিটু চন্দ্র দাস
-
বরখাস্তকৃত এসআই হাসান উদ্দিন
-
আকবরের আত্মীয় ও স্থানীয় সাংবাদিক আবদুল্লাহ আল নোমান
এসআই আকবর শুরুতে সিলেট কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ২০২৫ সালের মার্চে নতুন চালু হওয়া সিলেট কেন্দ্রীয় কারাগার-২-তে তাকে স্থানান্তর করা হয়। জামিনে মুক্তি পাওয়া পর্যন্ত তিনি সেখানেই বন্দি ছিলেন।