আজ রোববার সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের সাদাপাথরের পর্যটন এলাকা থেকে ফেরার পথে একটি সিএনজিচালিত অটোরিকশায় মা ও ছেলে ট্রাকচাপায় নিহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটে সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কের খাগাইলে বিকেল ৪টার দিকে।
নিহতরা হলেন নরসিংদী সদর থানার বাসিন্দা স্মৃতি আক্তার এবং তার সাত বছর বয়সী ছেলে আব্দুল্লাহ। দুর্ঘটনায় আরও দুইজন, স্মৃতির স্বামী দেলোয়ার হোসেন এবং অটোরিকশাচালক আহত হন। তাদের দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেট শহর থেকে সাদাপাথরের দিকে বেড়াতে গিয়ে বিকেলে সিলেট ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে। খাগাইল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক অটোরিকশাকে চাপা দেয়। ঘটনাস্থলেই মা-ছেলে মারা যান, এবং আহত হন দেলোয়ার হোসেন ও অটোরিকশাচালক।
কোম্পানীগঞ্জ থানার পুলিশ ঘটনার পর জব্দ করা গাড়ি দুটি এবং আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠায়।