ফেনীর দুই উপজেলায় অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাতে পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে ফেনী-৪ বিজিবির সদস্যরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রেস বিজ্ঞপ্তিতে ফেনী-৪ বিজিবির ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার রাতে ফেনীর ৪ ব্যাটালিয়ন বিজিবি পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার কেতরাংগা, মধুগ্রাম এবং অলিনগর বিওপির সীমান্তবর্তী এলাকায় বিজিবি সদস্যগণ চোরাচালানবিরোধী অভিযান চালায়।
অভিযানে ভারতীয় শাড়ি, থ্রিপিস, লেহেঙ্গা, গ্যাসলাইট, ট্রেনিং প্যাড, ডগ ফ্রুড, প্রসাধনি এবং ভারতীয় ওরিস সিগারেট জব্দ করা হয়; যার আনুমানিক বাজার মূল্য এক কোটি দুই লাখ ৮ হাজার টাকা। জব্দ করা মালামাল স্থানীয় কাস্টমসে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
ফেনী-৪ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক ও পরিচালক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন (জি, আর্টিলারি) জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।