স্কটল্যান্ডকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার সিক্সে উঠে গেল বাংলাদেশ। বুধবার (২২ জানুয়ারি) মালয়েশিয়ার বাঙ্গিতে ১২২ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে স্কটল্যান্ড ১০৩ রানে থেমে যায়।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। মাত্র ৫০ রানেই হারায় পাঁচটি উইকেট। সেখান থেকে দলকে উদ্ধার করেন অধিনায়ক সুমাইয়া ও আফিয়া আশিমা। তাদের গুরুত্বপূর্ণ পার্টনারশিপের ওপর ভর করেই বাংলাদেশ ১২১ রানের লড়াকু পুঁজি দাঁড় করায়।
জবাবে স্কটল্যান্ড ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও মধ্যপর্যায়ে নিয়ন্ত্রিত বোলিংয়ে আটকে যায়। লেগ স্পিনার আনিসা আক্তার ২৫ রানে চার উইকেট নিয়ে স্কটল্যান্ডের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দেন। বাংলাদেশ এখন সুপার সিক্স পর্বে দুটি ম্যাচ খেলবে, যেখানে সেমিফাইনালে ওঠার সুযোগ রয়েছে।