Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

স্থানীয়ভাবে এবারের ফিতরা নির্ধারণ

ডেস্ক সংবাদ

প্রতিবারের ন্যায় এবারও সিলেট নগরী ও পার্শ্ববর্তী এলাকার জন্য বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখার “দারিদ্র বিমোচনে যাকাত-ফিৎরার ভূমিকা ও স্থানীয় ভাবে ফিতরার পরিমাণ নির্ধারণ” শীর্ষক সেমিনারে স্থানীয়ভাবে ফিৎরার পরিমাণ নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার বাদ যোহর সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত সেমিনারে সর্বোচ্চ ফিতরা ৫ হাজার ৬শ’ ১০ এবং সর্বনিম্ন ১শ’ টাকা নির্ধারণ করা হয়েছে ।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দরগাহে হযরত শাহজালাল রহ. মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আতাউল হক জালালাবাদী।
মহানগর সভাপতি মাওলানা হাবীব আহমদ শিহাবের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মাওলানা রেজাউল করিম জালালী, শাইখুল হাদীস আতাউর রহমান কোম্পানীগঞ্জী, মাওলানা খলিলুর রহমান, মাওলানা ইকবাল হুসাইন, গাজী রহমত উল্লাহ, মাওলানা শাহ মমশাদ, মুফতি আবু সালেহ মো. কুতবুল আলম, মাওলানা মুহাম্মদ এহসান উদ্দিন, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, মাওলানা সানাউল্লাহ, মাওলানা এমরান আলম, হাফিজ মিফতাহ উদ্দীন আহমেদ, মুফতি জিয়াউর রহমান, মাওলানা মনজুরে মাওলা, হাফিজ মাহবুবুর রহমান, মাওলানা নিয়ামত উল্লাহ খাসদবিরী।
মহানগর যুগ্ম সম্পাদক মুফতি আব্দুর রহমান শাহজাহান এর পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বলেন, যাকাত ইসলামের মৌলিক বিধান। এ বিধানকে লঙ্ঘন করা মারাত্মক অপরাধ। দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে যাকাতের ভূমিকা অপরিসীম। বিশ্বে অনেক দেশে যাকাতভিত্তিক ইসলামী অর্থনীতি পরিচালিত হয়ে অর্থনৈতিক ভাবে বিশ্বের শীর্ষে অবস্থান করছে। বাংলাদেশের মত ক্ষুদ্র দেশে প্রতি বছর সঠিক ভাবে যাকাত উত্তোলন করলে বছরে ১১৫০০০ হাজার কোটি টাকা যাকাত উত্তোলন হবে। যা দেশের মূল বাজেটের বৃহৎ একটি অংশ। যাকাতের প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার মাধ্যমে অল্প দিনেই দেশকে দারিদ্র থেকে মুক্ত করা সম্ভব।
বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগর শাখা এবারের সেমিনারে সিলেটের সর্বজন শ্রদ্ধেয় মুফতীয়ানে কেরাম, উলামা মাশায়েখ, চিকিৎসক, ব্যবসায়ী নেতৃবৃন্দের ও ইমাম-খতিবগণের সাথে আলোচনা ক্রমে ও সিলেট নগরীর বিভিন্ন খুচরাবাজার যাচাই করে ৬০ টাকা হিসাবে আটা ১৬৫০ গ্রামের মূল্য ১শ’ টাকা ও খেজুর (নিম্ন) ২শ’ ৫০ টাকা দরে ৩৩০০ (এক সা’) গ্রামের মূল্য ৮শ’ ২৫ টাকা, কিসমিস ৭শ’ টাকা হিসাবে ২ হাজার ৩শ’ ১০ টাকা ও পনির ১ হাজার টাকা বাজার দরে ৩ হাজার ৩শ’ টাকা এবং মেডজুল এ গ্রেড খেজুর ১ হাজার ৮শ’ টাকা হিসাবে ৫ হাজার ৯শ’ ৫০ টাকা নির্ধারণ করে ফিৎরা ঘোষণা করা হয়।
সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা কারী শহিদ আহমদ, শায়খুল হাদীস শাহ আশরাফ আলী মিয়াজানী, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা আহমদ হোসাইন, মাওলানা শাহ আলম প্রমুখ সহ নগরীর ৪২ ওয়ার্ডের দায়িত্বশীলগণ।
শুক্রবার জুম্মার বয়ানে যাকাত-ফিৎরা বিষয়ে আলোচনা করার জন্য সিলেটের সকল ইমাম খতিবদের প্রতি আহ্বান জানান।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

Imam Somiti Sylhet Mohanor Pic
স্থানীয়ভাবে এবারের ফিতরা নির্ধারণ
স্থানীয়ভাবে এবারের ফিতরা নির্ধারণ
WhatsApp Image 2025-03-11 at 19.14.12_08e34802
সিলেট মহানগরীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৭৮ হাজার ২৪১ জন শিশু
সিলেট মহানগরীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ৭৮ হাজার ২৪১ জন শিশু
news_image_48c8b2130e4a53585f0249d7a581b75c1741669031
সারা দেশের ন্যায় কমপ্লিট শাটডাউনে সিলেটের চিকিৎসকরা
সারা দেশের ন্যায় কমপ্লিট শাটডাউনে সিলেটের চিকিৎসকরা
chowdhury abdul hye
অ্যাড. চৌধুরী আব্দুল হাই এর মৃত্যুতে এমইউ ইউনিভার্সিটির ভিসির শোক প্রকাশ
অ্যাড. চৌধুরী আব্দুল হাই এর মৃত্যুতে এমইউ ইউনিভার্সিটির ভিসির শোক প্রকাশ
WhatsApp Image 2025-03-09 at 8.16.37 PM
স্বৈরাচার হাসিনার লুটপাট হত্যা-গুম, নির্যাতনের বিচার করতে হবে
স্বৈরাচার হাসিনার লুটপাট হত্যা-গুম, নির্যাতনের বিচার করতে হবে
1454c7fff4fd2a87c86b17bef825a9fddb037990299554e2
স্মৃতিশক্তি বাড়ানোর জাদুকরী ৭ উপায়
স্মৃতিশক্তি বাড়ানোর জাদুকরী ৭ উপায়

সম্পর্কিত খবর