হোয়াটসঅ্যাপ চালু করেছে একটি নতুন ফিচার, যার মাধ্যমে ব্যবহারকারীরা এখন মেটা এআইয়ের সঙ্গে সরাসরি ভয়েস চ্যাট করতে পারবেন।
-
ব্যবহারকারীরা চ্যাট ট্যাবে থাকা ওয়েভফর্ম আইকনে ট্যাপ করে রিয়েল টাইম ভয়েস সেশন শুরু করতে পারবেন।
-
চাইলে সেটিংসে গিয়ে এমনভাবে সেট করা যাবে, যাতে মেটা এআই ওপেন করলেই ভয়েস চ্যাট শুরু হয় (ডিফল্টে এটি বন্ধ থাকে)।
-
কেউ কেউ অতিরিক্ত ধাপ ছাড়াই কল ট্যাব থেকেই এআই ভয়েস চ্যাট শুরু করতে পারছেন।
-
চ্যাট ইন্টারফেসে দেওয়া থাকবে কিছু সাজেশন বা প্রশ্ন, যা থেকে আলাপ শুরু করা সহজ হবে।
-
ব্যবহারকারীরা গ্যালারি বা ক্যামেরা থেকে ছবি টেক্সট চ্যাটে দ্রুত শেয়ার করতে পারবেন।
-
ভয়েস সেশন চলাকালীন ‘কোলাপস’ বাটনে ট্যাপ করে অন্যান্য অ্যাপে যাওয়া যাবে, আর পেছনে এআই চ্যাট চলতে থাকবে — ঠিক ফোনকলের মতো।
-
চাইলে মাইক্রোফোন বন্ধ করে দেওয়া বা ভয়েস সেশন বন্ধ করে টেক্সট চ্যাটে ফিরে যাওয়ার সুযোগও থাকবে।
আইফোনে যখন মাইক্রোফোন ব্যবহার হয়, তখন স্ক্রিনের ওপর একটি কমলা ডট দেখা যায় — এটি সিস্টেম লেভেলের প্রাইভেসি ফিচার এবং কোনো অ্যাপ (হোয়াটসঅ্যাপও না) এটি লুকাতে পারবে না।
এই ভয়েস চ্যাট ফিচার মাল্টিটাস্কিং, ড্রাইভিং বা গতিশীলতার সমস্যাযুক্ত ব্যবহারকারীদের জন্য বিশেষভাবে সহায়ক হতে পারে।
উল্লেখ্য, নতুন ফিচারটি আপাতত আইওএস ২৫.২১.১০.৭৬ ভার্সনে পাওয়া যাচ্ছে এবং আগামী সপ্তাহগুলোতে আরও বিস্তৃতভাবে চালু হবে।