Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

৫ আগস্ট সিলেট সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন আনোয়ারুজ্জামানসহ ১৫ জন

ডেস্ক সংবাদ

গত বছরের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণ রক্ষায় সিলেট সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন বিভিন্ন পেশার ১৫ জন ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন সিলেট সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, সংসদ সদস্য মো. আবু জাহির, বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা।

গত বৃহস্পতিবার (২৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এতে বলা হয়, অভ্যুত্থান-পরবর্তী সহিংসতা, হামলা, অগ্নিসংযোগ ও আইনশৃঙ্খলার অবনতির কারণে ওইসব ব্যক্তি আত্মরক্ষার জন্য সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। এ সময় মানবিক কারণে তাদের নিরাপত্তা দেওয়া হয়েছিল।

আইএসপিআরের তালিকা অনুযায়ী, সিলেট সেনানিবাসে আশ্রয় নেওয়া অন্যদের মধ্যে ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিভাগীয় প্রশাসন ও পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এবং কয়েকজন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা।

এছাড়া হবিগঞ্জ-৪ আসনের তৎকালীন সংসদ সদস্য ব্যারিস্টার সায়েদুল হক সুমন আশ্রয় নিয়েছিলেন ঢাকা সেনানিবাসে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সারাদেশে সেনানিবাসে মোট ৬২৬ জন ব্যক্তি আশ্রয় নেন, যাদের মধ্যে ছিলেন রাজনৈতিক নেতা, বিচারক, সরকারি কর্মকর্তা, পুলিশ সদস্য এবং তাদের পরিবার। পরিস্থিতি স্বাভাবিক হলে অধিকাংশ ব্যক্তি এক-দুই দিনের মধ্যে সেনানিবাস ত্যাগ করেন। তবে পাঁচজনকে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে সংশ্লিষ্ট বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

সেনাবাহিনী জানিয়েছে, এ আশ্রয় দেওয়া হয়েছিল শুধুমাত্র মানবিক কারণে, এবং এর উদ্দেশ্য ছিল আইনবহির্ভূত সহিংসতা থেকে তাদের রক্ষা করা। তবে কিছু মহল বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

WhatsApp Image 2025-05-24 at 6.54.35 PM
ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্সের অভিষেক
ব্রিটিশ বাংলাদেশি ফার্স্ট সিটিজেন্স অ্যালায়েন্সের অভিষেক
untitled-1-20250524165133
সিরিজ ড্র করতে না পেরে নিউজিল্যান্ড 'এ' দলের কাছে হেরে গেল বাংলাদেশ 'এ'
সিরিজ ড্র করতে না পেরে নিউজিল্যান্ড ‘এ’ দলের কাছে হেরে গেল বাংলাদেশ ‘এ’
nyt-20250524093315
একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া ও ইউক্রেন
একদিনে প্রায় ৮০০ যুদ্ধবন্দিকে মুক্তি দিল রাশিয়া ও ইউক্রেন
image-552650-1748080136
কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
কানাইঘাট সীমান্ত দিয়ে ২১ জনকে পুশ-ইন করেছে বিএসএফ
2_20250524_141223171
যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ১৫০০ কোটি টাকার সম্পদ জব্দ
যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠদের ১৫০০ কোটি টাকার সম্পদ জব্দ
2c99b2d114850a95c31512d9031a3184559624c9509f7b72
লন্ডনে ভয়াবহ আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু, একজন গ্রেপ্তার
লন্ডনে ভয়াবহ আগুনে একই পরিবারের চারজনের মৃত্যু, একজন গ্রেপ্তার

সম্পর্কিত খবর