Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

৭২ ঘণ্টার বেশি বিমান টিকিট বুকিং রাখা যাবে না

ডেস্ক সংবাদ

এখন থেকে কোনো বিমান সংস্থা তিন দিন বা ৭২ ঘণ্টার বেশি কোনো বিমান টিকিটের বুকিং রাখতে পারবে না। বুকিং দেওয়া টিকিট তিন দিনের মধ্যে যাত্রীর নামে ইস্যু করতে হবে। আর টিকিট বুকিংয়ের সংশ্লিষ্ট যাত্রীর নাম, পাসপোর্ট নম্বর ও পাসপোর্টের ফটোকপিসহ বুকিং সম্পন্ন করতে হবে। তিন দিনের মধ্যে টিকিট ইস্যু করা না হলে স্বয়ংক্রিয়ভাবে বুকিং দেওয়া ওই টিকিট বাতিল করতে হবে।
আকাশপথে ভ্রমণে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে এই নির্দেশনা জারি করেছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। সম্প্রতি এই নির্দেশনা জারি করা হয়। ১৮ ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের এই নির্দেশনা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয়েছে। তাতে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি রোধে মোট ১০টি নির্দেশনা দেওয়া হয়েছে বিমান পরিবহন সংস্থাগুলোকে।
বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয় বলেছে, নতুন এই নির্দেশনা জারির আগে বিভিন্ন বিমান সংস্থা ও ট্রাভেল এজেন্সি গ্রুপ বুকিংয়ের মাধ্যমে যেসব টিকিট ব্লক করে রেখেছিল, সেসব টিকিট সাত দিনের মধ্যে সংশ্লিষ্ট যাত্রীর নামে বিক্রি নিশ্চিত করতে হবে। সেটি না হলে নির্ধারিত সময় পার হওয়ার তিন দিনের মধ্যে এসব টিকিট স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে।
এ ছাড়া গ্রুপ বুকিংয়ের ক্ষেত্রে টিকিটের প্রকৃত বিক্রয়মূল্য বিক্রির সঙ্গে সঙ্গে বিমান পরিবহন মন্ত্রণালয়কে জানাতে হবে। পরে মন্ত্রণালয় এই দাম ওয়েবসাইটে প্রকাশ করবে। শুধু তা–ই নয়, এখন থেকে সব ধরনের বিমান টিকিট অনলাইনে বিক্রির নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সে ক্ষেত্রে অনলাইনে ও টিকিটের গায়ে দাম উল্লেখ করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, টিকিটের চাহিদা না থাকার পরও চাহিদার অতিরিক্ত টিকিট মজুত করে পরে অন্য এজেন্টের মাধ্যমে বিক্রির কারণে টিকিটের দাম বাড়লে সে ক্ষেত্রে মূল ট্রাভেল এজেন্সির নিবন্ধন সনদ বাতিল বা স্থগিত করা হবে। এর বাইরে মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়াসহ বিদেশগামী প্রবাসী কর্মীদের টিকিট ভাড়া কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

 

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

14-20250428224012
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক বরখাস্ত
সিলেট বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক বরখাস্ত
1745908135.bonshika
কানাডায় ভারতীয় ‘আপ’ নেতার মেয়ের রহস্যজনক মৃত্যু
কানাডায় ভারতীয় ‘আপ’ নেতার মেয়ের রহস্যজনক মৃত্যু
1745910635.LGED
এলজিইডির প্রধান কার্যালয়ে দুদকের অভিযান
এলজিইডির প্রধান কার্যালয়ে দুদকের অভিযান
1745769170.mila
‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’—মজার ছলেই বলেছিলেন: মিলা
‘বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না’—মজার ছলেই বলেছিলেন: মিলা
1745891529.sweet
মিষ্টির লোভ সামলানো কঠিন? স্বাস্থ্যকর উপায় আছে!
মিষ্টির লোভ সামলানো কঠিন? স্বাস্থ্যকর উপায় আছে!
563a1e2031f3b9a21ea9c25ff833a70a8529be4659d61465
সৌদিতে পৌঁছেই ভালোবাসায় সিক্ত বাংলাদেশি হজযাত্রীরা
সৌদিতে পৌঁছেই ভালোবাসায় সিক্ত বাংলাদেশি হজযাত্রীরা

সম্পর্কিত খবর