Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

অঙ্গরাজ্য হলে কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ দেবার ঘোষণা ট্রাম্পের

ডেস্ক সংবাদ

কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিনিময়ে তিনি কানাডাকে বিনামূল্যে ‘গোল্ডেন ডোম’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সিস্টেম দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যথায়, এই প্রযুক্তির জন্য অটোয়াকে গুণতে হবে ৬,১০০ কোটি মার্কিন ডলার।

ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে বলেন, “গোল্ডেন ডোম একটি অসাধারণ সিস্টেম এবং কানাডা এটি নিতে আগ্রহী। তবে যদি তারা যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হয়ে যেতে রাজি হয়, তাহলে একেবারে বিনামূল্যে এটি পাবে।”

ট্রাম্পের মতে, এই সিস্টেম যুক্তরাষ্ট্রের সীমার বাইরেও আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করতে সক্ষম, এবং এটি প্রতিবেশী দেশগুলোকে অর্থের বিনিময়ে সরবরাহ করা হতে পারে।

❝ট্রাম্পের মানচিত্রে কানাডা ‘যুক্তরাষ্ট্রের অংশ’❞

২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভের পর ট্রাম্প কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হিসেবে দেখিয়ে একটি মানচিত্রও প্রকাশ করেন। এরপর থেকেই তিনি কানাডার প্রতি একের পর এক “অর্থনৈতিক প্রস্তাব ও চাপ” দিয়ে যাচ্ছেন।

তবে কানাডার প্রতিক্রিয়া ছিল সোজাসাপ্টা। তৎকালীন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের এই প্রস্তাব ও ‘হুমকি’ প্রত্যাখ্যান করে বলেন, “কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হবে না।”

নিরাপত্তা চুক্তির ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও কানাডা NORAD (North American Aerospace Defense Command) নিরাপত্তা চুক্তিতে আবদ্ধ। এর আওতায়, একটি রাষ্ট্রে হামলা হলে অন্য রাষ্ট্র শর্তহীনভাবে পাশে দাঁড়াবে। তবে ট্রাম্পের সাম্প্রতিক অবস্থান ও বক্তব্য এই ঐতিহাসিক সহযোগিতার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলছে।

এএফপি এই বিষয়ে কানাডার সরকারি কর্মকর্তাদের মন্তব্য জানতে চাইলে তারা তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হননি।

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_8
পশ্চিম লন্ডনের পাঁচ তারকা হোটেলের সামনে ছুরিকাঘাতে যুবক নিহত
পশ্চিম লন্ডনের পাঁচ তারকা হোটেলের সামনে ছুরিকাঘাতে যুবক নিহত
Screenshot_10
দুই মিনিটে প্রায় ১৫ হাজার টাকা রিকশা ভাড়া! লন্ডনে পর্যটক ঠকানোর নতুন কাণ্ড
দুই মিনিটে প্রায় ১৫ হাজার টাকা রিকশা ভাড়া! লন্ডনে পর্যটক ঠকানোর নতুন কাণ্ড
Screenshot_12
ব্রিটেনে ফের ভয়াবহ সি. ডিফ সংক্রমণঃ এক বছরে মৃত্যু প্রায় ২ হাজারের বেশি
ব্রিটেনে ফের ভয়াবহ সি. ডিফ সংক্রমণঃ এক বছরে মৃত্যু প্রায় ২ হাজারের বেশি
Screenshot_11
যুক্তরাজ্যে ফিটনোট নয়, জিম ও থেরাপি – জিপি ব্যবস্থায় বড় পরিবর্তন
যুক্তরাজ্যে ফিটনোট নয়, জিম ও থেরাপি – জিপি ব্যবস্থায় বড় পরিবর্তন
WhatsApp-Image-2025-07-11-at-20.36.26_6b7ffe9f-800x445
ব্রিটেনকে আগামী পাঁচ বছরে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: সাবেক সেনাপ্রধান
ব্রিটেনকে আগামী পাঁচ বছরে রাশিয়ার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে: সাবেক সেনাপ্রধান
c8f25398cd9413b8dce53151f797f60f-57ecee7f67e74
জুলাই-আগস্টের সহিংসতা: মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে আইসিসিতে যাওয়ার আহ্বান অ্যামনেস্টির
জুলাই-আগস্টের সহিংসতা: মানবাধিকার লঙ্ঘনের বিচার চেয়ে আইসিসিতে যাওয়ার আহ্বান অ্যামনেস্টির

সম্পর্কিত খবর