Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

আ.লীগনেতা হত্যা মামলায় আরও ৪ আসামি গ্রেপ্তার

ডেস্ক সংবাদ

নারায়ণগঞ্জের ফতুল্লায় আলোচিত আওয়ামী লীগ নেতা সুরুজ মিয়া হত্যার ঘটনায় র‍্যাব আরও ৪ আসামিকে গ্রেপ্তার করেছে। গত রোববার (৩০ জুন) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‍্যাব-১১ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইও লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা।

গ্রেপ্তারকৃতদের মধ্যে আছেন প্রধান আসামি আলাউদ্দিন ওরফে হীরা (৩৫), মো. আল আমিন (২২), মো. রাসেল (২০) ও মো. সানি। সিইও জানিয়েছেন, র‍্যাবের একটি বিশেষ দল শনিবার (২৯ জুন) সৈয়দপুর থেকে আলাউদ্দিন ওরফে হীরাকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যে পরবর্তী তিন আসামিকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়।

এ হত্যাকাণ্ডের পেছনে দীর্ঘদিনের বিরোধ ছিল সুরুজ মিয়া এবং আসামি আলাউদ্দিনের। ১০-১৫ দিন আগে, আলাউদ্দিন ও তার ভাই সালু এলাকার একটি নির্মাণাধীন ভবনে চাঁদা দাবি করলে সুরুজ মিয়া বিষয়টি তাদের বাবা-কেও জানিয়ে দেন এবং চাঁদাবাজি থেকে বিরত থাকতে বলেন। এর ফলে, আলাউদ্দিন ও সালু ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করেন।

গত ২৭ জুন, আলীপাড়া জামে মসজিদে হামলাকারীরা সুরুজ মিয়ার বড় ছেলে রাজু এবং ছোট ছেলে জনিকে আক্রমণ করে। সুরক্ষা কর্মীরা আসলে সুরুজ মিয়া নিজেও আক্রান্ত হন এবং পরবর্তীতে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত ঘোষণা করা হয়।

গ্রেপ্তারকৃত আলাউদ্দিনের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে, এর মধ্যে হত্যাচেষ্টা ও চুরির মতো অপরাধ রয়েছে। অপর দুই আসামি, আল আমিন এবং রাসেলের বিরুদ্ধেও মাদক ও নারী নির্যাতনের অভিযোগ রয়েছে।

র‍্যাব জানিয়েছে, অন্যান্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

এজাহারনামীয় আসামি বাপ্পী এবং জামালকে গতকাল (২৯ জুন) গ্রেপ্তার করা হয়, যার ফলে এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তারকৃতের সংখ্যা ছয়জনে পৌঁছেছে।

এ ঘটনায় সুরুজ মিয়ার ছেলে মুন্না হত্যার মামলা দায়ের করেছেন এবং এতে মোট ২১ জনের নাম উল্লেখ করা হয়েছে। সুরুজ মিয়া ফতুল্লার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং আলীপাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

BCA-AWARDS_logo_color
যুক্তরাজ্যে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে "BCA অ্যাওয়ার্ডস" অনুষ্ঠান
যুক্তরাজ্যে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে “BCA অ্যাওয়ার্ডস” অনুষ্ঠান
1000308202-1cd62f98b6b429aa0552cfb75637d4c8
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব
WhatsApp Image 2025-09-17 at 6.19.17 PM
আটটি আইনে মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা: পাইলট প্রকল্প চালু হচ্ছে ১২ জেলায়
আটটি আইনে মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা: পাইলট প্রকল্প চালু হচ্ছে ১২ জেলায়
395547
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
395539
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা
a3dcba2be5296bff2e91e613ffa43476d954182ff4b3f6b8
সিরাজের আয়ে বদলে গেল গ্রামের স্কুল, গড়ে উঠল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
সিরাজের আয়ে বদলে গেল গ্রামের স্কুল, গড়ে উঠল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান

সম্পর্কিত খবর