দক্ষিণ-পূর্ব লন্ডনের সাউথএন্ড বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই একটি ছোট আকারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে যায়। ঘটনাটি রবিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে ঘটে। দুর্ঘটনার পরপরই বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
এসেক্স পুলিশ জানায়, উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল। এসেক্স কাউন্টি ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানায়, বিকেল ৩টা ৫৮ মিনিটে তারা দুর্ঘটনার খবর পায়। সাউথএন্ড, রেলি ওয়েইর, বাসিলডন, বিলেরিকি ও চেলমসফোর্ড এলাকা থেকে একাধিক ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
দর্শনার্থীরা জানান, উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। স্থানীয় দুটি ক্লাব—রোচফোর্ড হান্ড্রেড গলফ ক্লাব ও ওয়েস্টক্লিফ রাগবি ক্লাব—সতর্কতা হিসেবে খালি করে দেওয়া হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বিধ্বস্ত হওয়া উড়োজাহাজটি ১২ মিটার লম্বা এবং এটি সাউথএন্ড বিমানবন্দর থেকে নেদারল্যান্ডসের লেলিসটাডের উদ্দেশ্যে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের কিছু সময় পরই সেটি বিধ্বস্ত হয়।
ঘটনার সময় উড়োজাহাজে কতজন আরোহী ছিলেন কিংবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে সম্পর্কে এখনো কিছু জানায়নি পুলিশ। দুর্ঘটনার কারণও এখনো জানা যায়নি।
সাউথএন্ড বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক বার্তায় তারা জানায়, সব নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে, যার মধ্যে পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইটও রয়েছে।
দক্ষিণ সিটি কাউন্সিলের ব্যবসা, সংস্কৃতি ও পর্যটনবিষয়ক মন্ত্রী ম্যাট ডেন্ট এক্স-এ পোস্টে লিখেছেন, “সাউথএন্ড বিমানবন্দরে একটি ছোট বিমান দুর্ঘটনার শিকার হয়েছে—এটা নিশ্চিত। এখনো বিস্তারিত জানা যায়নি। আমি সংশ্লিষ্ট সবাই এবং জরুরি সেবাকর্মীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।”