Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

ক্যাম্ব্রিজে আল্লাহর ৯৯ নামের মসজিদ প্রকল্পের ১ম ও ২য় মসজিদের নির্মাণে ব্যাপক সাড়া

ডেস্ক সংবাদ

বাংলাদেশে আল্লাহর ৯৯ নামের মসজিদ প্রকল্পটি আল্লাহর নামে মসজিদ নির্মাণের জন্য কাজ করে যাচ্ছে, এবং ইতিমধ্যে নির্মাণাধীন রয়েছে আল্লাহর ১ম নাম “আর রাহমান” নামে মসজিদ এবং ২য় মসজিদ “বায়তুস সালাম” জামে মসজিদ। এই মহান উদ্যোগের অংশ হিসেবে ক্যাম্ব্রিজে একটি ব্যতিক্রমী ফান্ড রেইজিং ইভেন্ট আয়োজন করা হয়।

গত সোমবার (২৪ মার্চ), ক্যাম্ব্রিজের লালবাগ রেস্টুরেন্টে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে ২টি মসজিদের নির্মাণের জন্য অর্থ সংগ্রহ এবং প্রকল্পের উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানে ইউকে বাংলা লাইভ নিউজ এবং ইউবিএল টিভি মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল।

অনুষ্ঠানের শুরুতে প্রকল্পের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রকল্পের ফাউন্ডার এবং সাংবাদিক, তরুণ উদ্যোক্তা আকরামুল হুসাইন । তিনি বলেন, “মসজিদ শুধু নামাজের স্থান নয়, বরং এটি আধ্যাত্মিক শিক্ষা ও সমাজ উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠতে পারে।”

পরে মসজিদ নির্মাণ প্রকল্পের একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়, যেখানে প্রকল্পের উদ্দেশ্য, বর্তমান অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ভিডিওটি দেখে অতিথিরা আরও উদারভাবে দান করার আগ্রহ প্রকাশ করেন।

এ বছর নতুন ৭ জন লাইফ মেম্বার প্রকল্পে যুক্ত হয়েছেন। তারা £৯৯৯ দান করে প্রকল্পের আজীবন সদস্য হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন ক্যাম্ব্রিজের বিশিষ্ট ব্যবসায়ী আফরুজ মিয়া, লন্ডনের তফাজ্জল মিয়া, ইফতার হুসাইন, মজনু মিয়া, মোশাহিদ আলী, ফজলু মিয়া এবং শরীফুজ্জামান সেলিম।

ক্যাম্ব্রিজের এই বিশেষ অনুষ্ঠানে লন্ডন থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিবিসিএ-এর প্রেসিডেন্ট তফাজ্জল মিয়া, ৯৯ প্রকল্পের ফাউন্ডার পেট্রন আব্দুস সামাদ ও শরীফ ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আবু মিয়া, বিসিএ ক্যাম্ব্রিজ এর প্রেসিডেন্ট এবং ৯৯ প্রকল্পের ফাউন্ডার লাইফ মেম্বার এ হেইচ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল হাই, লালবাগ রেস্টুরেন্টের সত্তাধিকারী মিফতাউর চৌধুরী লিটন, খালেদ আহমেদ, জিয়াউর চৌধুরী, জাকির চৌধুরী, মোমেন চৌধুরী, মোয়াজ চৌধুরী-সহ অনেকেই।

এছাড়াও, লালবাগ রেস্টুরেন্টের সত্তাধিকারী মিফতাউর চৌধুরী এবং মুমিতুর চৌধুরী বিশেষভাবে অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন। এই সহযোগিতার জন্য আগত অতিথিরা তাদের প্রশংসা করেন।

২০২৪ সালে অনুষ্ঠিত ১ম সেহরি নাইট বা ফতা বেলায় যারা সহযোগিতা করেছেন, তাদেরকে সম্মাননা সার্টিফিকেট প্রদান করা হয়। তাদের মধ্যে ছিল গল্প রেস্টুরেন্ট, তাজ তান্দুরি, শিল্পা রেস্টুরেন্ট, ও ফিউশন হাট।

অনুষ্ঠানে কমিউনিটির সদস্যরা প্রকল্পটিকে ইসলামী ভ্রাতৃত্ব ও সহযোগিতার মাধ্যমে এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। পাশাপাশি, তারা কীভাবে প্রকল্পটি আরও বড় করা যায় এবং ভবিষ্যতে আরও বেশি মানুষের উপকারে আসতে পারে সে বিষয়েও আলোচনা করেন।

প্রকল্পের ফাউন্ডার আকরামুল হুসাইন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া করেন যাতে মসজিদের নির্মাণ দ্রুত সম্পন্ন হয় এবং এটি সমাজে শান্তি ও ভালোবাসা ছড়াতে পারে। তিনি লালবাগ রেস্টুরেন্টের সত্তাধিকারী এবং রান্না ও পরিবেশনকারী সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠান শেষে সেহরি পরিবেশন করা হয়, এবং সেই সাথে ৭ জন নতুন লাইফ মেম্বারসহ প্রায় ৮ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি আসে।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

1746522904.sylhet
সিলেটে আইনজীবী শাসমুল হত্যায় ছেলেসহ ৩ আসামির মৃত্যুদণ্ড
সিলেটে আইনজীবী শাসমুল হত্যায় ছেলেসহ ৩ আসামির মৃত্যুদণ্ড
1746519365.Gov
ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি, ঘোষণা অন্তর্বর্তী সরকারের
ঈদুল আজহায় টানা ১০ দিনের ছুটি, ঘোষণা অন্তর্বর্তী সরকারের
83bd49285d2a7eea6474adf0a0501561ec1da020f2961350
মারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান
মারা গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ডিফেন্ডার লুইস গালভান
accident-inner20180710061154
এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, মোট দুর্ঘটনা ৬১০
এপ্রিলে সড়ক দুর্ঘটনায় নিহত ৫৮৩, মোট দুর্ঘটনা ৬১০
image_185294_1746516981
লন্ডন থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া, ফিরোজায় পৌঁছেছেন দুপুরে
লন্ডন থেকে দেশে ফিরেছেন খালেদা জিয়া, ফিরোজায় পৌঁছেছেন দুপুরে
388265
সীমান্তে টিকটক ভিডিও তৈরির ঘটনায় ৮ ঘণ্টা পর মামা-ভাগনেকে ফেরত দিল বিএসএফ
সীমান্তে টিকটক ভিডিও তৈরির ঘটনায় ৮ ঘণ্টা পর মামা-ভাগনেকে ফেরত দিল বিএসএফ

সম্পর্কিত খবর