Uk Bangla Live News

শিরোনাম:

খুলে দেওয়া হলো সিলেটের সব পর্যটনকেন্দ্র

বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় একে একে খুলে দেওয়া হলো সিলেটের সব পর্যটনকেন্দ্র। গতকাল রোববার (২৩ জুন) পর্যায়ক্রমে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সব পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ও জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তারা জানান, গতকাল রোববার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। পরে একই দিন বিকেলের কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর ও জৈন্তাপুর উপজেলার লালাখাল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এর আগে বন্যা পরিস্থিতি কারণে দুই দফায় পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল।

সিলেটে চলতি মৌসুমে বন্যা পরিস্থিতি অবনতির পর দুই দফা পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম ধাপে গত ৩০ মে সিলেটের সবকটি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে বন্যা পরিস্থিতির উন্নতি হলে ৭ জুন থেকে পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়।

দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হলে ১৮ জুন থেকে আবারও সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় গতকাল রোববার থেকে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সবকটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হয়।

Print
Email

সম্পর্কিত খবর

বীর মুক্তিযোদ্ধা মতিয়া চৌধুরী আর নেই
বর্ষার বিদায়, শীতের আগমনী বার্তায় বইছে হিমেল হাওয়া
সিলেটে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
আজ এইচএসসির ফলাফল প্রকাশ
সিলেট এসে পৌছেছেন বিশিষ্ট সমাজসেবী ও সাংবাদিক যুক্তরাজ্য প্রবাসী মিজানুর রহমান মিজান
যৌথবাহিনীর অভিযানে জাফলংএ ৭শ নৌকাসহ বালু পাথর জব্দ
ওসমানীনগরে প্রেসক্লাব নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন
মোহামেডান স্পোর্টিং ক্লাবের নতুন কমিটি
সিলেটে শফিকুর রহমান: কাজের মাধ্যমে দেশবাসীর ভালোবাসা অর্জন করতে চাই
শহীদদের রক্তের শপথ নিয়ে ফ্যাসিবাদের দোসরদের রুখে দাঁড়াতে হবে