গরমের তাপ আর আর্দ্রতা যখন বাড়ে, তখন আরাম আর স্টাইল—দুইই চাই একসঙ্গে! ঠিক তখনই স্লিভলেস পোশাক হতে পারে দারুণ একটা সমাধান। তবে শুধু পোশাক বাছলেই হবে না, খেয়াল রাখতে হবে কিছু গুরুত্বপূর্ণ দিকেও। চলুন জেনে নেওয়া যাক স্লিভলেস পোশাক পরার ৫টি কার্যকর টিপস—
১. হালকা ও আরামদায়ক ফ্যাব্রিক বেছে নিন
কটন, লিনেন বা রেয়নের মতো হালকা, বাতাস চলাচল করতে পারে এমন কাপড় গরমে ভীষণ স্বস্তি দেয়। ঘাম কম হয়, ত্বকও থাকে ফ্রেশ।
২. হালকা রঙের দিকে ঝুঁকুন
প্যাস্টেল, সাদা, হালকা নীল, পিচ—এই ধরনের রং সূর্যের তাপ কম শোষণ করে এবং দেখতে-ও লাগে সতেজ।
৩. স্টাইলিংয়ের বিকল্প চিন্তা করুন
স্লিভলেস কুর্তি, টপ, ম্যাক্সি ড্রেস বা জাম্পস্যুট—সবই হতে পারে চমৎকার অপশন। নিজস্ব স্টাইল বেছে নিন, আরাম আর ফ্যাশন দুই-ই মিলবে!
৪. লেয়ারিং চাইলে বেছে নিন শ্রাগ বা কিমোনো
স্লিভলেসের সঙ্গে হালকা ও ফ্লোয়ি শ্রাগ, কিমোনো বা স্কার্ফ যোগ করলে পাবেন বাড়তি স্টাইল ও সূর্যের সরাসরি রোদ থেকে সুরক্ষা।
৫. সানস্ক্রিন ব্যবহার করুন নিয়মিত
হাত ও কাঁধ খোলা থাকায় রোদে পোড়া এড়াতে ভালো মানের সানস্ক্রিন ব্যবহার করুন। SPF ৩০ বা তার বেশি হলে আরও ভালো।