Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জানুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ফেরত পাঠিয়েছে এক হাজারের বেশি ভারতীয়

ডেস্ক সংবাদ

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এক হাজারেরও বেশি ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্র থেকে নিজ দেশে ফিরে এসেছেন বা ফেরত পাঠানো হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সোয়াল জানান, ফেরত আসা নাগরিকদের মধ্যে প্রায় ৬২ শতাংশ বাণিজ্যিক ফ্লাইটে দেশে ফিরেছেন। তবে তারা কোন কারণে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন বা কোন প্রক্রিয়ায় তাদের ফেরত পাঠানো হয়েছে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করছে ট্রাম্প প্রশাসন। অভিবাসন ইস্যুতে এর আগেও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, ভারত অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

চলতি বছরের ফেব্রুয়ারিতে একটি মার্কিন সামরিক ফ্লাইটে শতাধিক ভারতীয়কে ফেরত পাঠানো হয়। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, এদের মধ্যে কয়েকজনকে হাত-পা বেঁধে পাঠানো হয়েছিল।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিবাসন বিষয়ে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা রয়েছে। মুখপাত্র আরও বলেন, “আমরা কারও নাগরিকত্ব যাচাই না করে কাউকে ফেরত নিই না।”

যুক্তরাষ্ট্রের অভিবাসন কর্তৃপক্ষ এখন পর্যন্ত প্রায় ১৮ হাজার ভারতীয়কে অবৈধভাবে প্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে। তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।

এদিকে, চলতি মাসের শুরুতে ভারতে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাস সতর্ক করে জানিয়েছে, যারা বৈধ ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে গিয়েও নির্ধারিত সময়ের বেশি অবস্থান করছেন, তাদেরকে ফেরত পাঠানো বা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশে আজীবনের নিষেধাজ্ঞার সম্মুখীন হতে হতে পারে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “ট্রাম্প প্রশাসনের শিক্ষার্থীদের জন্য জারি করা নতুন ভিসা নীতিমালা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক অনেক ভারতীয় শিক্ষার্থীর ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে।”

Print
Email

সর্বশেষ সংবাদ

Screenshot_23
যুক্তরাজ্যে বৈধ অভিবাসীদের ক্ষোভ
যুক্তরাজ্যে বৈধ অভিবাসীদের ক্ষোভ
The-Value-of-আন্তর্জাতিক-Students-to-the-UK-and-Their-Recruitment-e1452532232403
শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের সিভিল সার্ভিস ইন্টার্নশিপ চালুর ঘোষণা
শিক্ষার্থীদের জন্য যুক্তরাজ্য সরকারের সিভিল সার্ভিস ইন্টার্নশিপ চালুর ঘোষণা
Screenshot_21
লন্ডনের সাধারণ বাসস্টপে তারেক রহমানকে দেখে আলোচনার ঝড়
লন্ডনের সাধারণ বাসস্টপে তারেক রহমানকে দেখে আলোচনার ঝড়
Screenshot_20
আশ্রয়প্রার্থীদের ‘ফ্রি হেলথ পাস’ বিতরণে করদাতাদের অর্থ ব্যয়ে প্রশ্ন
আশ্রয়প্রার্থীদের ‘ফ্রি হেলথ পাস’ বিতরণে করদাতাদের অর্থ ব্যয়ে প্রশ্ন
Screenshot_19
ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত
Screenshot_18
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বরের মৃত্যু
বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বরের মৃত্যু

সম্পর্কিত খবর