Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জার্মানিতে ছুরি হামলায় শিশুসহ নিহত ২

ডেস্ক সংবাদ

জার্মানির আশাফেনবুর্গের কিন্ডারগার্টেনের শিশুদের ওপর ছুরি হামলায় দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। হামলাকারী দেশটিতে রাজনৈতিক আশ্রয়লাভে ব্যর্থ আফগান অভিবাসী বলে জানিয়েছে পুলিশ।
আবারও ছুরি হামলার ঘটনায় স্তব্ধ জার্মানি। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) ঠিক দুপুরের কিছু সময় আগে জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের আশাফেনবুর্গের কিন্ডারগার্টেনের শিশুদের ওপর হামলা চালায় এক আফগান অভিবাসী। হামলায় ঘটনাস্থলেই দুই বছর বয়সি এক শিশু এবং ৪১ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ শিশুসহ দুই শিক্ষক স্থানীয় শোয়েনটাল পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ছুরি হামলা চালায় আফগান ওই অভিবাসী। এসময় হামলা থেকে শিশুদের বাঁচাতে এক পথচারী এগিয়ে এলে তার ওপরও ছুরি দিয়ে হামলা করে ২৮ বছর বয়সি হামলাকারী। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হামলার পরপরই পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা ও পুলিশ তাকে ধরে ফেলে। উদ্ধার করে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
তদন্তকারী কর্মকর্তা জানান, হামলাকারী আফগান ওই অভিবাসী ২০২২ সালে বুলগেরিয়া হয়ে জার্মানিতে প্রবেশ করে। পরে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়লাভে ব্যর্থ হওয়ার পর নিজ দেশে ফিরে যাওয়ার আবেদন করে।
হামলাকারীর বিরুদ্ধে আরও তিনবার সহিংস ঘটনায় জড়ানোর অভিযোগে রয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তারা। তবে তার মানসিক সমস্যার পাশাপাশি কোনো সশস্ত্র দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখার কথাও জানান তারা।
ছুরি হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলজ।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

a3c458c6707f3016a212bdd346ba1a701f7eb558d9fb6616
জার্মানিতে ছুরি হামলায় শিশুসহ নিহত ২
জার্মানিতে ছুরি হামলায় শিশুসহ নিহত ২
988ec157b44d51949c4d5408c7c9ce7fd76cc54024aaf069
যেভাবে নারীদের পর্দা পালনের নির্দেশনা দেয় ইসলাম
যেভাবে নারীদের পর্দা পালনের নির্দেশনা দেয় ইসলাম
396d1864738b5a61ec4c28d1006928472eb5b31c92a45010
ফের বোমা হামলার হুমকি, তল্লাশিতে এবারও মেলেনি কিছুই
ফের বোমা হামলার হুমকি, তল্লাশিতে এবারও মেলেনি কিছুই
1b3dd92c8cf2f8dcc8e8d870917f12959164084e89b44424
মৃতব্যক্তির জন্য যে দোয়া করবেন
মৃতব্যক্তির জন্য যে দোয়া করবেন
228399204be846a98a019ebd4ca139c2431f9c967fa9cb2d
হামজার জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখছে বাফুফে
হামজার জন্য বিশেষ কিছু ব্যবস্থা রাখছে বাফুফে
জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে সিলেটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত
জনসচেতনতা তৈরি করার লক্ষ্যে সিলেটে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত

সম্পর্কিত খবর