Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

জার্মানিতে ছুরি হামলায় শিশুসহ নিহত ২

ডেস্ক সংবাদ

জার্মানির আশাফেনবুর্গের কিন্ডারগার্টেনের শিশুদের ওপর ছুরি হামলায় দু’জন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও তিন জন। হামলাকারী দেশটিতে রাজনৈতিক আশ্রয়লাভে ব্যর্থ আফগান অভিবাসী বলে জানিয়েছে পুলিশ।
আবারও ছুরি হামলার ঘটনায় স্তব্ধ জার্মানি। স্থানীয় সময় বুধবার (২২ জানুয়ারি) ঠিক দুপুরের কিছু সময় আগে জার্মানির বায়ার্ন অঙ্গরাজ্যের আশাফেনবুর্গের কিন্ডারগার্টেনের শিশুদের ওপর হামলা চালায় এক আফগান অভিবাসী। হামলায় ঘটনাস্থলেই দুই বছর বয়সি এক শিশু এবং ৪১ বছর বয়সি এক ব্যক্তি নিহত হন। আহত হন বেশ কয়েকজন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ৫ শিশুসহ দুই শিক্ষক স্থানীয় শোয়েনটাল পার্কের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ ছুরি হামলা চালায় আফগান ওই অভিবাসী। এসময় হামলা থেকে শিশুদের বাঁচাতে এক পথচারী এগিয়ে এলে তার ওপরও ছুরি দিয়ে হামলা করে ২৮ বছর বয়সি হামলাকারী। এসময় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
হামলার পরপরই পালানোর চেষ্টাকালে স্থানীয় জনতা ও পুলিশ তাকে ধরে ফেলে। উদ্ধার করে হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
তদন্তকারী কর্মকর্তা জানান, হামলাকারী আফগান ওই অভিবাসী ২০২২ সালে বুলগেরিয়া হয়ে জার্মানিতে প্রবেশ করে। পরে জার্মানিতে রাজনৈতিক আশ্রয়লাভে ব্যর্থ হওয়ার পর নিজ দেশে ফিরে যাওয়ার আবেদন করে।
হামলাকারীর বিরুদ্ধে আরও তিনবার সহিংস ঘটনায় জড়ানোর অভিযোগে রয়েছে বলে জানান পুলিশের কর্মকর্তারা। তবে তার মানসিক সমস্যার পাশাপাশি কোনো সশস্ত্র দলের সঙ্গে সম্পৃক্ততা আছে কি না, তা খতিয়ে দেখার কথাও জানান তারা।
ছুরি হামলায় হতাহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন চ্যান্সেলর ওলাফ শলজ।

Print
Email

সর্বশেষ সংবাদ

IMG-20250817-WA0010-1536x864
গালফ অঞ্চলে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য অপার সম্ভাবনা
গালফ অঞ্চলে যুক্তরাজ্যের আইনজীবীদের জন্য অপার সম্ভাবনা
casement
যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
যুক্তরাজ্যে অরক্ষিত জানালা যেন মৃত্যুফাঁদ: ছয় বছরে ১৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
1734070072HOMME
ইংল্যান্ডে বাড়ছে ভাড়ার বোঝা: আয়ের ৩৬% চলে যাচ্ছে আবাসনে
ইংল্যান্ডে বাড়ছে ভাড়ার বোঝা: আয়ের ৩৬% চলে যাচ্ছে আবাসনে
House-in-Britain
যুক্তরাজ্যে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি বিক্রি হয়েছে জুলাইয়ে
যুক্তরাজ্যে ৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বাড়ি বিক্রি হয়েছে জুলাইয়ে
skynews-tractor-m20_6994532
M20 সড়কে সেতু থেকে পড়ে ট্রাক্টরের চালক গুরুতর আহত
M20 সড়কে সেতু থেকে পড়ে ট্রাক্টরের চালক গুরুতর আহত
IMG-20250818-WA0003
শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প
শমশেরনগর হাসপাতাল-এ দিনব্যাপী বিনামূল্যে চক্ষু ক্যাম্প

সম্পর্কিত খবর