জমজমাট এই লড়াইয়ে চ্যাম্পিয়ান হয়েছে ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড ও রানার আপ হয়েছে চ্যানেল এস ইউকে
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাজ্যের বাঙ্গালী সাংবাদিকদের প্রানের সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের মিডিয়া কাপ ফুটবল ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
গত ১৩ অক্টোবর রোববার সকাল ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টেপনি গ্রীন ফুটবল মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। মিডিয়া কাপকে সামনে রেখে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আসা সাংবাদিকদের উপস্থিতিতে ষ্টেপনি গ্রীন ফুটবল মাঠে ঈদের আনন্দ বিরাজ করে। এবারের টুর্নামেন্টে যুক্তরাজ্যে বিভিন্ন মিডিয়া হাউসগুলো থেকে মোট ৮টি টিম অংশ গ্রহন করে। খেলায় ২-০ গোলে বিজয়ী হয় ওয়ান বাংলা ফ্রেন্ডস ইউনাইটেড এবং রানারআপ হয় চ্যানেল এস।খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সঞ্চালনা করেন লন্ডন-বাংলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাইসির মাহমুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাব প্রেসিডেন্ট মুহাম্মদ জুবায়ের আহমেদ, ইভেন্ট এন্ড ফ্যাসিলিটিজ সেক্রেটারি রুপি আমিন, প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট মহিব চৌধুরী, সাবেক সভাপতি এমদাদুল হক চৌধুরী, স্পন্সর ওয়ার্ক পারমিট ক্লাউডের ব্যারিস্টার লুংৎফুর রহমান, পাঁচ ভাই রেস্টুরেন্টের তোফাজ্জুল আলম, টুর্নামেন্ট ব্যবস্থাপনা টিমের লীডার আতিকুর রহমান, ওয়ান বাংলা টিমের লীডার জাকির হোসাইস কয়েস ও চ্যানেল এস টিমের লীডার কামরুল হাসান।
প্রেসক্লাবের মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলো লন্ডন স্পোর্টিফ ক্লাব।এসময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিটি টিমের ম্যানেজার, ক্যাপ্টেন, টিমের কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ।উদ্বোধনী পর্ব পরিচালনা করেন রুপি আমিন।