নেপালের বিপক্ষে আসন্ন প্রীতি ম্যাচের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। চোটের কারণে দলে রাখা হয়নি ইংল্যান্ডে খেলা মিডফিল্ডার হামজা চৌধুরীকে। একই সঙ্গে ক্লাব ব্যস্ততার কারণে নেই শমিত সোমও।
গত ২৯ আগস্ট বার্মিংহাম সিটির বিপক্ষে ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন হামজা। ফলে লেস্টার সিটি তাকে বাংলাদেশে খেলার অনুমতি দেয়নি। অপরদিকে, শমিত ক্লাবের ব্যস্ত সূচির কারণে নেপাল সফর থেকে বাদ পড়েছেন।
এশিয়ান বাছাইপর্বে খেলা কয়েকজন খেলোয়াড়কে রাখা হয়েছে অনূর্ধ্ব-২৩ দলে। তাদের মধ্যে রয়েছেন: মেহেদী হাসান শ্রাবণ, শাকিল আহাদ, ফাহামিদুল ইসলাম, আল-আমিন, শেখ মোরসালিন, মজিবর রহমান ও জাহিদ হাসান।
তবে দলে ফিরেছেন মোহাম্মদ ইব্রাহিম ও ইসা ফয়সাল। জাতীয় দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন ফর্টিস এফসির ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর।
ম্যাচ সূচি:
-
প্রথম ম্যাচ: ৬ সেপ্টেম্বর
-
দ্বিতীয় ম্যাচ: ৯ সেপ্টেম্বর
-
ভেন্যু: দশরথ স্টেডিয়াম, কাঠমান্ডু
-
ফিফা র্যাঙ্কিং: নেপাল (১৭৬তম), বাংলাদেশ (১৮৪তম)
বাংলাদেশের স্কোয়াড
গোলরক্ষক:
সুজন হোসেন, মিতুল মারমা, পাপ্পু হোসেন।
ডিফেন্ডার:
মেহেদী হাসান, রহমত মিয়া, তপু বর্মন, তাজ উদ্দিন, আব্দুল্লাহ ওমর, তারিক কাজী, ইসা ফয়সাল, সাদ উদ্দিন।
মিডফিল্ডার:
মোহাম্মদ হৃদয়, জামাল ভূঁইয়া, পাপন সিং, সোহেল রানা (সিনিয়র), সোহেল রানা, শাহ কাজেম।
ফরোয়ার্ড:
আরিফ হোসেন, শাহরিয়ার ইমন, রাকিব হোসেন, ফয়সাল আহমেদ, মোহাম্মদ ইব্রাহিম, সুমন রেজা।