যুক্তরাজ্যের শেফিল্ড শহরে একটি মসজিদের বাইরে ইচ্ছাকৃতভাবে বন্য ইঁদুর ফেলে দিয়ে ভিডিও ধারণ করার দায়ে এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে আদালত। অভিযুক্ত ব্যক্তি ৬৬ বছর বয়সী এডমন্ড ফাওলার।
বৃহস্পতিবার (১৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট জানায়, শেফিল্ড গ্র্যান্ড মসজিদের বাইরে ফাওলার নিজের গাড়ির পেছন থেকে ইঁদুরগুলো ছেড়ে দেন এবং পুরো ঘটনাটি ভিডিও করেন। ভিডিও ফুটেজে দেখা যায়, ইঁদুরগুলো মসজিদের বেড়া পেরিয়ে ভিতরে প্রবেশ করছে।
জানা গেছে, মে থেকে জুন মাসের মধ্যে ফাওলার অন্তত তিনবার এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। তার বিরুদ্ধে ‘বর্ণবাদী হয়রানি’র চারটি অভিযোগ আনা হয়।
শেফিল্ড ম্যাজিস্ট্রেট আদালতে এসব অভিযোগে ফাওলার দোষী সাব্যস্ত হন। আদালত তাকে ১৮ মাসের কারাদণ্ড দেয় এবং মুক্তির পর পরবর্তী ১৮ মাস তাকে মসজিদের কাছাকাছি যেতে নিষিদ্ধ করে।
শেফিল্ড গ্র্যান্ড মসজিদ কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, এই ঘটনার পর মুসলিম সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। অনেকে মসজিদে আসতে এখন ভয় পাচ্ছেন।