Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

[t4b-ticker]

শমশেরনগর হাসপাতালে প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা

ডেস্ক সংবাদ

শমশেরনগর হাসপাতালে
প্রথমবারের মতো স্কুল শিক্ষার্থীদের জন্য ফার্স্ট এইড ও স্বাস্থ্য সচেতনতা প্রশিক্ষণ কর্মশালা

ইংল্যান্ড ভিত্তিক সংস্থা “ইস্ট হ্যান্ডস ইন্টারন্যাশনাল চ্যারেটি”র অর্থায়নে শমশেরনগর হাসপাতালের আয়োজনে প্রথমবারের মতো স্থানীয় স্কুল শিক্ষার্থীদের অংশ গ্রহণে এক ব্যতিক্রমী স্বাস্থ্য সচেতনতা ও ফার্স্ট এইড প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ই এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১২টায় ছাত্রীদের অংশ গ্রহণে ও বেলা ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত ছাত্রদের অংশগ্রহণে মৌলভীবাজারের কমলগঞ্জের শমশেরনগর হাসপাতালে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।।

এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে কমলগঞ্জ উপজেলার ৬টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৬০ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: এটি এম বহুমুখী উচ্চ বিদ্যালয়, হাজী মোহাম্মদ উস্তাওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়, পতন ঊষার স্কুল এন্ড কলেজ, আইডিয়াল কিন্ডার গার্টেন স্কুল, মবশ্বির আলী বালক উচ্চ বিদ্যালয় কমলগঞ্জ এবং তৌহিদুল ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় কমলগঞ্জ।

প্রশিক্ষণ কর্মসূচিতে শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতা, প্রাথমিক চিকিৎসার মৌলিক ধারণা, হঠাৎ দুর্ঘটনায় তাৎক্ষণিক করণীয়, ক্ষতস্থানে ব্যান্ডেজ পদ্ধতি, অজ্ঞান রোগীর প্রাথমিক সেবা, রক্তপাত নিয়ন্ত্রণের কৌশল, পোড়ার প্রাথমিক চিকিৎসা ইত্যাদি বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সদ্য অবসরপ্রাপ্ত গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা উচিত কুমার সিংহ ও শমশেরনগর হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দল ও প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীরা। দিনব্যাপী এ কার্যক্রমে ছঅত্রী ও ছঅত্রদের দুই দলে ভাগ করে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা সহজভাবে বিষয়গুলো আত্মস্থ করতে পারে।

অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন হাসপাতাল শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি বিশিষ্ট কন্ঠ শিল্পী সেলিম চৌধুরী । তিনি বলেন, “স্বাস্থ্যসচেতন জাতি গড়তে হলে আমাদের শুরুর দিকেই নতুন প্রজন্মকে স্বাস্থ্য ও প্রাথমিক চিকিৎসার মৌলিক জ্ঞান দিতে হবে। এটি শুধু তাদের ব্যক্তিগত উন্নয়নে নয়, সমাজের সার্বিক কল্যাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

শমশেরনগর হাসপাতাল কমিউনিটির সহ সভাপতি মুজিবুর রহমান রন্জুর সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিদ আল শাফিন, কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাশামসুন নাহার পারভীন, কমলগঞ্জ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, হাসপাতাল কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, ইংল্যান্ডে কমিউনিটির সহ সভাপতি আলাউর রহমান খান শাহীন ।
এছাড়াও এতে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষক ও অভিভাবকবৃন্দ। তারা এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদ পএ বিতরণ করা হয়। অনেক শিক্ষার্থীই জানান, এর আগে তারা এমন প্রশিক্ষণ কখনো অংশগ্রহণ করেনি এবং তারা এ অভিজ্ঞতাকে জীবনভর কাজে লাগাতে চায়।

এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীরা যেমন স্বাস্থ্য বিষয়ে সচেতন হয়েছে, তেমনি নিজেদের আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে পেরেছে। জরুরি মুহূর্তে সহপাঠী, পরিবার বা আশপাশের মানুষের পাশে দাঁড়ানোর মতো একটি মানবিক ও প্রয়োজনীয় দক্ষতা তারা অর্জন করেছে।

শমশেরনগর হাসপাতালের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোও নিয়মিতভাবে এমন প্রশিক্ষণ আয়োজনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

Print
Email

সর্বশেষ সংবাদ

BCA-AWARDS_logo_color
যুক্তরাজ্যে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে "BCA অ্যাওয়ার্ডস" অনুষ্ঠান
যুক্তরাজ্যে ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে “BCA অ্যাওয়ার্ডস” অনুষ্ঠান
1000308202-1cd62f98b6b429aa0552cfb75637d4c8
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব
লন্ডনে বাংলাদেশি বংশোদ্ভূত পরিবারের পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব
WhatsApp Image 2025-09-17 at 6.19.17 PM
আটটি আইনে মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা: পাইলট প্রকল্প চালু হচ্ছে ১২ জেলায়
আটটি আইনে মামলা করার আগে বাধ্যতামূলক মধ্যস্থতা: পাইলট প্রকল্প চালু হচ্ছে ১২ জেলায়
395547
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
সিলেট নগরীতে যান চলাচলে নতুন নির্দেশনা
395539
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা
যুক্তরাজ্য-ফ্রান্সের নতুন চুক্তি: অভিবাসীদের জন্য শঙ্কার বার্তা
a3dcba2be5296bff2e91e613ffa43476d954182ff4b3f6b8
সিরাজের আয়ে বদলে গেল গ্রামের স্কুল, গড়ে উঠল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান
সিরাজের আয়ে বদলে গেল গ্রামের স্কুল, গড়ে উঠল আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান

সম্পর্কিত খবর