গাইবান্ধার সুন্দরগঞ্জে বিয়েবাড়িতে কনেপক্ষ ও বরপক্ষের নারীদের মধ্যে সাবান-স্নো নিয়ে শুরু হওয়া তর্কের জেরে মারমুখী পরিস্থিতি তৈরি হয়। একপর্যায়ে বিয়ের অনুষ্ঠান পণ্ড হয়ে যায় এবং বিয়ে না করেই চলে যেতে চাইলেও বরপক্ষকে আটকে রাখে কনেপক্ষ। পরে দিনভর সালিশি বৈঠকের পর মুচলেকা দিয়ে বিয়ে সম্পন্ন হলেও বরপক্ষ উপহার হিসেবে প্রতিশ্রুত মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী থেকে বঞ্চিত হয়।
বৃহস্পতিবার (২৪ জুলাই) রাতে উপজেলার ছাপড়হাটি ইউনিয়নের খামার পাঁচগাছি গ্রামে এই ঘটনা ঘটে। কনের বাবা আনারুল ইসলামের আয়োজনে বরপক্ষের জন্য বিরিয়ানি, মাংস, মাছ, ডিম, পায়েসসহ নানা আয়োজন ছিল, এমনকি বরের জন্য একটি ডিসকভার বাইকও প্রস্তুত রাখা হয়।
তবে বরপক্ষের নারীরা কনেকে উপহারস্বরূপ দেওয়া কসমেটিকসের মধ্যে সাবান, স্নো ও পাউডার না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন। শুরু হয় তর্ক, পরে তা গড়ায় বাকবিতণ্ডা ও উত্তেজনায়। একপর্যায়ে বরপক্ষ বিয়ে না করে চলে যেতে চাইলে কনেপক্ষ তাদের আটকে রাখে।
কনের খালু বলেন, “কসমেটিকস নিয়ে অপমানজনক আচরণ করায় আমরা তাদের আটকে রাখি।”
বরের ভাই আবু সাঈদ বলেন, “আমাদের আটক রেখে পরে শর্তসাপেক্ষে বিয়েতে রাজি হয়েছে কনেপক্ষ, তবে উপহারসামগ্রী তারা আর দেয়নি।”
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যান জানান, ভুল বোঝাবুঝি থেকেই এ ঘটনা ঘটেছে এবং স্থানীয় সালিশে বিষয়টির মীমাংসা হয়েছে।