Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

শিরোনাম:

সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফের বিদেশ গমনে নিষেধাজ্ঞা

ডেস্ক সংবাদ

ফরিদপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার মোশাররফ হোসেনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আদালত সূত্রে জানা যায়, দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব সোমবার (৩ ফেব্রুয়ারি) এ আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়, সাবেক বৈদেশিক কর্মসংস্থান ও স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ক্ষমতার অপব্যহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাত করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধানের জন্য টিম গঠন করা হয়েছে।
খন্দকার মোশাররফ হোসেন দেশত্যাগের চেষ্টা করছেন। তিনি দেশ থেকে পলায়ন করলে অভিযোগ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ রেকর্ড বিনষ্টসহ অনুসন্ধান কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে খন্দকার মোশাররফ হোসেনের বিদেশ গমন রহিত করা আবশ্যক।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সাবেক স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে গতকাল আদালতে আবেদন করেন দুদকের উপপরিচালক মো. সালাউদ্দিন।
নিষেধাজ্ঞার আবেদনে আরও বলা হয়, খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে দুদক জানতে পেরেছে। শুনানি নিয়ে আদালত খন্দকার মোশাররফ হোসেনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন।
২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে ফরিদপুর-৩ আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন খন্দকার মোশাররফ হোসেন। ২০০৯ সালে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী হন। এরপর ফরিদপুরের আওয়ামী লীগের রাজনীতিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন। তার অনুগত ব্যক্তিরা বিভিন্ন সরকারি সংস্থার উন্নয়নকাজের দরপত্র নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও জমি দখল করে সম্পদের পাহাড় গড়ে তোলেন বলে অভিযোগ রয়েছে।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

387453
সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ: ট্রফি উন্মোচন
সিলেটে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ: ট্রফি উন্মোচন
abacacab-0deb-49e1-b05b-a2004773acd5
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু
চৌহাট্টায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর করুণ মৃত্যু
6dd85178932284c443fd483a17d3a0308388c554640839ae
যেভাবে বুঝবেন, আপনার ওপর কোরবানি ওয়াজিব কিনা
যেভাবে বুঝবেন, আপনার ওপর কোরবানি ওয়াজিব কিনা
34b2e87ac5fc13644bf0e789b035050fb6ef364ab0918978
হাসপাতাল থেকে শিশু চুরি, কান্নায় ভেঙে পড়েছেন মা
হাসপাতাল থেকে শিশু চুরি, কান্নায় ভেঙে পড়েছেন মা
0_windows
যুক্তরাজ্যে সতর্কতা: দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান
যুক্তরাজ্যে সতর্কতা: দরজা-জানালা বন্ধ রাখার আহ্বান
63f831a0-1ba1-11f0-8af9-9fa03dc00539
আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে বার্মিংহাম শহর: ধর্মঘট তুলে ধরছে আর্থসামাজিক বৈষম্য
আবর্জনার স্তূপে ঢেকে যাচ্ছে বার্মিংহাম শহর: ধর্মঘট তুলে ধরছে আর্থসামাজিক বৈষম্য

সম্পর্কিত খবর