২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১০ এপ্রিল থেকে শুরু হবে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে।
এতে বলা হয়, ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। আগামী ১০ এপ্রিল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষা চলবে ৮ মে পর্যন্ত।
প্রথমদিন ১০ এপ্রিল বাংলা প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ৮ মে বাংলাদেশ ও বিশ্ব পরিচিতি বিষয়ের মাধ্যমে লিখিত পরীক্ষা শেষ হবে।
তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।