Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

গাজায় কখন শুরু হচ্ছে যুদ্ধবিরতি

ডেস্ক সংবাদ

গাজায় কখন শুরু হচ্ছে যুদ্ধবিরতি

হামাস ও ইসরাইলের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী রোববার (১৯ জানুয়ারি) যুদ্ধবিরতি কার্যকর হবে। যুদ্ধবিরতির অন্যতম মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে, গাজার স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে এটি কার্যকর হবে।ন
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে এ তথ্য জানান কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি।
তিনি বলেন, চুক্তির পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সমন্বয় অনুযায়ী গাজা উপত্যকায় রোববার (১৯ জানুয়ারি) স্থানীয় সময় সকাল সাড়ে ৮টা থেকে যুদ্ধবিরতি শুরু হবে।
যুদ্ধবিরতি সফলভাবে কার্যকর করতে সব পক্ষকে সতর্কতার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সরকার থেকে নির্দেশনার অপেক্ষা করার জন্য পরামর্শ দিচ্ছি।’
মার্কিন যুক্তরাষ্ট্র, মিশর ও কাতার গাজা যুদ্ধবিরতি নিয়ে ইসরাইল এবং হামাসের মধ্যে মধ্যস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
এর আগে ৪৬০ দিনেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পর শনিবার ভোরে গাজায় যুদ্ধবিরতির জন্য হামাসের সাথে একটি যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে ইসরাইলের পূর্ণ মন্ত্রিসভা।
এক সংক্ষিপ্ত বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ছয় ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠকের পর শনিবার সকালে ইসরাইল সরকার যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে।
এতে আরও বলা হয়েছে, ইসরাইলের সরকার একটি যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি অনুমোদন করেছে। এরফলে রোববার থেকে চুক্তিটি কার্যকর হওয়ার পথ প্রশস্ত হয়েছে।
ইসরাইলি গণমাধ্যমের বরাতে সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইসরাইলি মন্ত্রিসভায় কিছু কট্টরপন্থি নেতা এই চুক্তির তীব্র বিরোধিতা করে। তারপরও নেতানিয়াহুর জোট সরকারের ২৪ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দিয়েছেন। অন্যদিকে আটজন এর বিরোধিতা করেছেন।
তিন ধাপে যুদ্ধবিরতি
যুদ্ধবিরতি চুক্তিতে প্রথম ধাপে ছয় সপ্তাহের তথা ৪২ দিনের একটি প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে।
চুক্তির শর্তের মধ্যে রয়েছে, গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে ইসরাইলি বাহিনী প্রত্যাহার করা হবে এবং হামাসের হাতে আটক বন্দিদের মুক্তির বিনিময়ে ইসরাইলের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দিদেরও মুক্তি দেয়া হবে।
চুক্তি অনুযায়ী, প্রথম ধাপে ৩৩ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে হামাস, যাদের মধ্যে নারী, শিশু ও ৫০ বছরের বেশি বয়সি পুরুষ রয়েছেন।
চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের বিষয়ে আলোচনা প্রথম ধাপের ১৬তম দিনের মধ্যে শুরু হবে। সেখানে অবশিষ্ট সব ইসরাইলি বন্দিকে মুক্তি, স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনী সম্পূর্ণভাবে প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে।
তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলোর ফেরত দেয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরুর কথা রয়েছে। এই কাজ মিশর, কাতার ও জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে।

Print
Email

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ সংবাদ

61c28c98dbf1c85166289817b57ecb3f4745355ab0046e2f
গাজায় কখন শুরু হচ্ছে যুদ্ধবিরতি
গাজায় কখন শুরু হচ্ছে যুদ্ধবিরতি
695b99d5cdb53f4374d68cbff109093dfddb3a998f5da15e
রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই
রাশিয়া ও ইরানের মধ্যে ২০ বছরের প্রতিরক্ষা চুক্তি সই
1cf6c7149394ef84129fc3b3934b66ac0d25ffa52c662c58
ছোঁয়া-মাওয়াদের বোলিংয়ে তছনছ নেপাল, সহজ লক্ষ্য বাংলাদেশের
ছোঁয়া-মাওয়াদের বোলিংয়ে তছনছ নেপাল, সহজ লক্ষ্য বাংলাদেশের
82e9678ec4e9f2bd18370583a1e1e648992402138bced7d6
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে ১০ জন আহত
96265eefb043648b95b6c9c9134ca70efeebff96a0b0a47b
ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি ফখরুলের
ভ্যাট ও শুল্ক প্রত্যাহারের দাবি ফখরুলের
3ce450eabe678c2e375e159b613a9144a0a67de8330b9e07
বদর যুদ্ধে সন্তানের শাহাদাতের খবরে আনন্দিত হয়েছিলেন যে মা
বদর যুদ্ধে সন্তানের শাহাদাতের খবরে আনন্দিত হয়েছিলেন যে মা

সম্পর্কিত খবর