জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৩০ এপ্রিল) হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. আলী রেজার বেঞ্চ জামিন প্রশ্নে জারি করা রুল নিষ্পত্তি করে এই রায় প্রদান করেন।
গত বছরের ৩১ অক্টোবর চট্টগ্রামের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার পর চিন্ময় কৃষ্ণ দাসসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়।
চিন্ময়ের জামিন আবেদনে চট্টগ্রাম আদালত গত ২৬ নভেম্বর জামিন নামঞ্জুর করলে তার অনুসারীদের সঙ্গে আদালত প্রাঙ্গণে সংঘর্ষ হয়। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়, এবং এ ঘটনায় প্রায় দুই ডজন আসামিকে গ্রেপ্তার করা হয়।
এদিকে, ২ জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময়ের জামিন আবেদন খারিজ করে দেন। পরে ৪ ফেব্রুয়ারি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হলে আদালত রুল জারি করে। আজ সেই রুল নিষ্পত্তি করে চিন্ময়ের জামিন দেওয়ার আদেশ দেওয়া হয়।