চুনারুঘাটে আবারও উপজেলা প্রশাসনের অভিযানে ৩টি এস্কেভেটর ও ১০টি ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।
রোববার বিকালে উপজেলার উবাহাটা ইউনিয়নের নতুনব্রিজ সংলগ্ন স্থানে মোবাইল কোর্টের যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রবিন মিয়া, ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুব আলম মাহবুব।
অভিযানে উবাহাটা বালুমহালের ইজারাকৃত স্থান বহির্ভূত অংশ হতে মাটি কাটা ও পরিবহনের কাজে ব্যবহৃত ৩ টি এক্সেভেটর মেশিন এবং ৩ টি ড্রাম ট্রাক জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়।
এছাড়াও মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ৭ টি ড্রাম ট্রাক জব্দ করে উপজেলা পরিষদে রাখা হয়েছে।
মোবাইল কোর্টে সহযোগিতা করেন চুনারুঘাট থানা পুলিশের একটি টিম।
এর আগে বৃহস্পতিবার ও শনিবার গাধছড়া ও ইছালিয়া ছড়ায় অভিযান চালিয়ে কমপক্ষে ২০টি মেশিন ও ২ হাজার ঘনফুট পাইপ ধংস করা হয়।