চেলসির সাবেক ইসরাইলি ফুটবলার ইয়োসি বেনায়ুন সম্প্রতি নিজের বাসায় গ্রেনেড হামলার শিকার হয়েছেন। গত রোববার (৬ এপ্রিল) রাতে তেল আবিবের নিকটবর্তী রামাত হাশারুন এলাকায় তার বাসায় এই হামলা ঘটে। ইংলিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এই তথ্য নিশ্চিত করেছে।
ওয়েস্ট হ্যামের হয়ে এফএ কাপের রানার্সআপ এবং চেলসির হয়ে ইউরোপা লিগ জেতা ৪৪ বছর বয়সী বেনায়ুন তার পরিবারের সঙ্গে বাসায় ছিলেন যখন এই হামলা ঘটে। একটি মোটরবাইক করে এক ব্যক্তি এসে বেনায়ুনের বাসার দরজা দিয়ে গ্রেনেডটি ছুঁড়ে মারে। মেইল অনলাইন জানায়, রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।
এই ঘটনায় বেনায়ুন ও তার পরিবারের কেউই হতাহত হয়নি। গ্রেনেডটি বিস্ফোরিত হওয়ার পর বেনায়ুন প্রথমে ভেবেছিলেন যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। তবে পরবর্তীতে তিনি বুঝতে পারেন যে এটি একটি গ্রেনেড। এ ঘটনায় বেনায়ুনের বাসায় ক্ষয়ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে দেন। স্থানীয় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
বেনায়ুন ধারণা করছেন যে, অপরাধীরা ভুল করে তার বাসায় হামলা করেছে। ১০১ ম্যাচে ইসরায়েলের প্রতিনিধিত্ব করা এই সাবেক ফুটবলার বলেন, “এটি নিশ্চয়ই একটি ভুল ছিল। গ্রেনেডটি আমার বাসার দিকে লক্ষ্য করে ছোড়া হয়নি, এতে আমার কোনো সন্দেহ নেই। প্রথমে আমি ভেবেছিলাম গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে, তাই ফায়ার সার্ভিসে খবর দিই। পুলিশ এসে গ্রেনেডের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার পর আমরা আসল ঘটনা বুঝতে পারি।”
ইসরায়েলের এই সাবেক ফুটবলার ইংল্যান্ডে ৯ বছর কাটিয়েছেন এবং এই সময়ে তিনি ওয়েস্ট হ্যাম, চেলসি ছাড়াও লিভারপুল, আর্সেনাল এবং কুইন্স পার্ক রেঞ্জার্সের মতো ক্লাবে খেলেছেন। চেলসির হয়ে ইউরোপা লিগ জয়ী বেনায়ুন এখনো স্মরণীয়।