সিলেট মহানগরীর চৌহাট্টা এলাকায় ট্রাকের ধাক্কায় শহিদ আহমদ চৌধুরী (৫৮) নামের এক মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।
শনিবার (১৯ এপ্রিল) বিকেল আনুমানিক পাঁচটার দিকে চৌহাট্টার আলপাইন রেস্টুরেন্টের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত শহিদ আহমদ চৌধুরী সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বডরইকান্দি এলাকার বাসিন্দা ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একটি দ্রুতগামী ট্রাক মোটরসাইকেলটিকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে ট্রাকচালক ও যানবাহনটি আটক করা সম্ভব হয়নি। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত পুলিশকে খবর দিলে কোতোয়ালি মডেল থানার একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, “দুর্ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। দুর্ঘটনার বিস্তারিত জানতে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।”