সিলেটের গোয়াইনঘাট উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র জাফলংয়ে নিখোঁজের সাতদিন পর এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে বল্লাঘাট এলাকায় পানিতে ভেসে থাকা অবস্থায় মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহতের নাম আবু সুফিয়ান, তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শিংপুর গ্রামের বাসিন্দা এবং পেশায় ইলেকট্রনিক মেকানিক ছিলেন।
গত ১০ সেপ্টেম্বর বিকেলে জাফলংয়ের জিরোপয়েন্ট এলাকায় পানিতে পড়ে তিনি নিখোঁজ হন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়েও তখন তাকে পাওয়া যায়নি।
পুলিশ জানায়, স্থানীয়রা মঙ্গলবার সকালে বল্লাঘাট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে শনাক্ত করে।
গোয়াইনঘাট থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।