বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নোরা ফাতেহি অভিনয়ের পাশাপাশি গানে পারফর্ম করলেও এবার অভিনয় থেকে অবসর নেওয়ার কথা জানিয়েছেন। সম্প্রতি, তিনি জানিয়েছেন যে তিনি অভিনয় ছাড়ছেন এবং গানের জগতে নিয়মিত কাজ করবেন।
নোরা ফাতেহি নিজেকে ‘হৃদয়ে ভারতীয়’ বলে পরিচয় দেন এবং বলিউডে তার পথচলা শুরু হয়েছিল “রোয়ার: টাইগার্স অফ দ্য সুন্দরবনস” সিনেমার মাধ্যমে। তেলুগু চলচ্চিত্র “টেম্পার”, “বাহুবলী: দ্য বিগিনিং” এবং “কিক ২”-এ তার আইটেম গানে পারফর্ম করার পর তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
এছাড়া, তিনি আমেরিকান গায়ক জেসন ডেরুলোর সঙ্গে “স্নেক” নামে একটি মিউজিক অ্যালবামে কাজ করেছেন। নোরা জানিয়েছেন, তিনি অভিনয়ের পাশাপাশি সংগীতের জগতে নতুন করে কাজ শুরু করতে চান।
সিলেটে পুলিশি অভিযানে গ্রেপ্তার ৪ ছিনতাইকারী
সিলেট শহরে পুলিশের পৃথক অভিযানে ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) রাতে নগরীর মিরাবাজার এবং পাঠানটুলা এলাকায় অভিযান চালিয়ে এই গ্রেপ্তারকৃতদের ধরা হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বিল্লাল আহমদ, আক্তার আহমদ, হামিদুর রহমান এবং আজহার। তাদের কাছ থেকে ২টি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়েছে এবং তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।