পহেলগামে নিরীহ নাগরিকদের ওপর জঙ্গি হামলার জেরে দুই সপ্তাহ ধরে চলা উত্তেজনার মধ্যে এবার সরাসরি পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালিয়েছে ভারত। মঙ্গলবার (৬ মে) গভীর রাতে অন্তত তিনটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা হয় বলে জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)।
জিও নিউজের খবরে বলা হয়, ভারতের চালানো এই হামলায় পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর ও মুজাফফরাবাদ অঞ্চলে লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী একে ‘কাপুরুষোচিত’ হামলা বলে অভিহিত করেন। তিনি জানান, বাহাওয়ালপুরের আহমেদ পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদ, কোটলি এবং মুজাফফরাবাদে আকাশপথ থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।
তিনি আরও দাবি করেন, “ভারত নিজেদের আকাশসীমার মধ্য থেকেই হামলা চালিয়েছে। পাকিস্তানের আকাশসীমায় তারা অনুপ্রবেশ করতে পারেনি। আমাদের বিমানবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে।”
পাকিস্তানের আজাদ কাশ্মীরের মুজাফফরাবাদে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স, স্থানীয় কয়েকজন প্রত্যক্ষদর্শীর বরাতে।
এদিকে ভারতীয় সশস্ত্র বাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, ‘অপারেশন সিন্দুর’-এর অংশ হিসেবে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরের মোট নয়টি স্থানে হামলা চালানো হয়েছে।