Uk Bangla Live News | Stay updated with UK Bangla Live News

বিএনপির ‘তারুণ্যের সমাবেশে’ নেতাকর্মীদের ঢল

ডেস্ক সংবাদ

বুধবার (২৮ মে) দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুরু হয়েছে ‘তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা’ শীর্ষক সমাবেশ। তিন সহযোগী সংগঠন—যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে ঢাকাসহ সিলেট, ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা যোগ দেন।

সকাল থেকেই মিছিল, দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন ও স্লোগানে মুখর হয়ে ওঠে নয়াপল্টন এলাকা। অংশগ্রহণকারীদের প্রাণচাঞ্চল্যে রাজপথ হয়ে ওঠে উৎসবমুখর।

সমাবেশকে ঘিরে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

বক্তারা বলেন, তরুণদের মতপ্রকাশ ও রাজনৈতিক অংশগ্রহণের অধিকার সংকুচিত হয়ে পড়েছে। এই সমাবেশের মাধ্যমে তারা সেই অধিকার আদায়ের দাবি তুলে ধরছেন।

আয়োজক সংগঠনগুলো জানিয়েছে, এটি শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, বরং তরুণদের রাষ্ট্রচিন্তায় সম্পৃক্ত করার একটি নীতিগত প্রচেষ্টা।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি তরুণদের উদ্দেশে দলের রাষ্ট্রচিন্তা, রাজনৈতিক কৌশল ও ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরবেন।

এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

এই সমাবেশ ঢাকায় অনুষ্ঠিত ধারাবাহিক কর্মসূচির শেষ আয়োজন। এর আগে চট্টগ্রাম, খুলনা ও বগুড়ায় সেমিনার ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Print
Email

সর্বশেষ সংবাদ

AMARDESH_BIMAN
শাহজালাল বিমানবন্দর থেকে ১০টি টায়ার ‘চুরি’,
শাহজালাল বিমানবন্দর থেকে ১০টি টায়ার ‘চুরি’,
d1ec6bd14659932313f88d9571363743dc7b887e63f52ea5
কাবা চত্বরে ভিড় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা
কাবা চত্বরে ভিড় নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা
image_215449_1755764193
ফুটবল ম্যাচে সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ৩০০
ফুটবল ম্যাচে সমর্থকদের তুমুল সংঘর্ষ, আহত ১০, গ্রেপ্তার ৩০০
amardesh_police_monirul_ctg
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
amardesh-habigonj
যুক্তরাজ্য প্রবাসীর সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
যুক্তরাজ্য প্রবাসীর সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
image
সিলেটে প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ রাউন্ড গুলি ও রিভলভার উদ্ধার
সিলেটে প্রাথমিক বিদ্যালয় থেকে ৪ রাউন্ড গুলি ও রিভলভার উদ্ধার

সম্পর্কিত খবর