গত জুলাই মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ১৩১ জন আহত হয়েছেন। এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির দুর্ঘটনা মনিটরিং সেল, গণমাধ্যমে প্রকাশিত খবর বিশ্লেষণ করে।
প্রতিবেদনে বলা হয়, জুলাই মাসে সিলেট বিভাগে মোট ২৯টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এর বেশিরভাগই জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে। দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে– অতিরিক্ত গতি, বেপরোয়া চালনা এবং বর্ষার কারণে সড়কে তৈরি হওয়া গর্ত।
সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এক বিবৃতিতে বলেন, “সড়ক-মহাসড়ক দ্রুত মেরামত করতে হবে এবং বৃষ্টি সহনশীল অবকাঠামো গড়তে সরকারকে কৌশল উদ্ভাবনে এগিয়ে আসতে হবে।”
সারা দেশের পরিস্থিতি
সারা দেশের পরিসংখ্যান অনুযায়ী, জুলাই মাসে গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে:
-
সড়কপথে দুর্ঘটনা: ৫০৬টি
-
নিহত: ৫২০ জন
-
আহত: ১,৩৫৬ জন
-
-
রেলপথে দুর্ঘটনা: ৩৪টি
-
নিহত: ৩১ জন
-
আহত: ৪১ জন
-
-
নৌপথে দুর্ঘটনা: ১৪টি
-
নিহত: ১৭ জন
-
আহত: ১৪ জন
-
নিখোঁজ: ৫ জন
-
মোট সড়ক, রেল ও নৌপথে জুলাই মাসে ৫৫৪টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫৬৮ জন, আহত হয়েছেন ১,৪১১ জন।
মোটরসাইকেল দুর্ঘটনা ও বিভাগীয় চিত্র
-
মোটরসাইকেল দুর্ঘটনা: ১৬২টি
-
নিহত: ১৬৯ জন
-
আহত: ১৪৪ জন
-
মোটরসাইকেল দুর্ঘটনা মোট সড়ক দুর্ঘটনার ৩২.০১%, মোট নিহতের ৩২.৫০% এবং মোট আহতের ১০.৬১%।
-
সবচেয়ে বেশি দুর্ঘটনা: ঢাকা বিভাগে – ১২২টি দুর্ঘটনায় নিহত ১৩০, আহত ২৯৫
-
সবচেয়ে কম দুর্ঘটনা: বরিশাল বিভাগে – ২৩টি দুর্ঘটনায় নিহত ২৩, আহত ৯৫
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি গণমাধ্যম পর্যবেক্ষণ করে এই তথ্য প্রকাশ করেছে।