জনপ্রিয় সংগীতশিল্পী মিলা ইসলাম ফের আলোচনায় এসেছেন ব্যক্তিগত জীবনের একটি মন্তব্য ঘিরে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি হালকা মজার ছলে বলেন, “বিয়ের পাত্র খুঁজে পাচ্ছি না, আগ্রহীদের বায়োডাটা পাঠাতে বলছি”—এ কথা গণমাধ্যমে শিরোনাম হয়ে যাওয়ায় এবার সরাসরি ব্যাখ্যা দিলেন এই গায়িকা।
মিলা বলেন, “এই কথাটা আমি মজার ছলে বলেছিলাম, সিরিয়াসভাবে নয়। অথচ অনেক সংবাদমাধ্যম সেটাকেই গুরুত্ব দিয়ে শিরোনাম করছে। এতে আমি ভীষণ বিব্রত।”
তিনি আরও জানান, “বিয়ের ব্যাপারে আমি আপাতত কিছু ভাবছি না। এখন পুরোপুরি ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। যখন সিদ্ধান্ত নেব, তখন সবাইকে জানিয়ে করব। সাংবাদিকদের অনুরোধ করব, দয়া করে এমন খবর প্রচার না করে আমার কাজ নিয়ে কথা বলুন।”
বিয়ের খবর ছড়ানোর পর থেকে মোবাইলে আসছে অসংখ্য মেসেজ ও ফোন কল। “আমি সত্যিই বিপাকে পড়ে গেছি,” বলেন মিলা।
সংগীত ক্যারিয়ারে আবার সক্রিয় হচ্ছেন এই গায়িকা। সম্প্রতি তিনি দীর্ঘ সাত বছর পর সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন। শওকত আলী ইমনের সংগীতে ‘ইনসাফ’ সিনেমার একটি পার্টি গানে গেয়েছেন মিলা, যা মুক্তি পাচ্ছে আসন্ন ঈদে।
সংগীত দিয়ে নতুনভাবে ফেরার ইচ্ছা জানিয়ে মিলা বলেন, “আমি এখন গান নিয়েই ভাবছি। আমার কাজের খবর নিয়েই আলোচনা হোক, এটাই চাই।”